শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
07 Jan 2025 05:52 am
আদমদীঘি(বগুড়া)প্রতিনিধি:- বগুড়ার আদমদীঘিতে নেশাজাতীয় ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শামীম প্রামানিক (৩৬) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বুধবার (১৮ ডিসেম্বর) রাত ৮টায় আদমদীঘি সদরের বিদ্যাবীথি কেজি স্কুলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শামীম প্রানানিক আদমদীঘি সদর ইউপির ডহরপুর গ্রামের আতাব আলীর ছেলে।
পুলিশ জানায়,গত বুধবার দিবাগত রাতে রাত্রি কালিন টহল পুলিশ গোপন সংবাদের ভিক্তিতে বগুড়া-নওগাঁ মহাসড়কের উত্তর পাশে আদমদীঘি সদরের বিদ্যাবীথি কেজি স্কুলের সামনে মাদক বিক্রির সময় শামীম প্রামানিককে গ্রেপ্তার ও তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেটে রাখা নেশাজাতীয় ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান,শামীম প্রামানিকের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে গতকাল বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
আবু মুত্তালিব মতি,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি