শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
10 Jan 2025 10:50 am
স্টাফ রির্পোটার:- চাঁদপুরে পারিবারিক দন্ধ নিয়ে ওবায়েদ নামের এক প্রবাসী ও ট্রাভলস ব্যবসায়ীকে গরু চুরির অপবাদ এবং জঙ্গি আখ্যা দিয়ে সংবাদ প্রকাশ করলো একই বাড়ির আত্মীয় স্বজনরা।যে সংবাদ উপস্থাপনের সাথে বাস্তবে তেমন কোন ঘটনার মিল খুঁজে পাওয়া যায়নি।এমন মিথ্যে ও কাল্পনিক সংবাদ প্রকাশের পর মানসিক ভাবে ভেঙ্গে পড়েছে প্রবাসী ওবায়েদ ও তার পরিবারের লোকজন।এতে চরম ঘৃনা ও ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা।
ঘটনাটি ঘটেছে চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়নের ৬নং ওয়াস্থ ধনপর্দ্দি গ্রামের প্রধানীয়া বাড়িতে।ভুক্তভোগী আব্দুল্লাহ ওবায়েদ ওই গ্রামের প্রধানীয়া বাড়ির মৃত ডাক্তার কামাল প্রধানীয়ার ছেলে।
জানা যায় গত ১৮ নভেম্বর চাঁদপুরের একটি শীর্ষ স্থানীয় পত্রিকার অনলাইন প্রোটালে " গরু চোর ওবায়দুল্লা হাতেনাতে আবারো ধরা পড়ছে "এমন শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়। সেই সংবাদের সাথে সংযুক্ত করা হয়েছে অনলাইন থেকে নামানো দুটি গরুর ঘাস খাওয়ার ছবি।অথচ সংবাদে উল্লেখ করা হয়েছে প্রবাসী ওবায়েদ গরু চুরি করার সময় হাতেনাতে ধরা পড়েছে।তাই ভুক্তভোগী ওবায়েদ ও তার পরিবারের প্রশ্ন যদি হাতেনাতেই গরু চুরি করতে গিয়ে সে ধরা পড়েন তাহলে কেনো সংবাদের সাথে তার সে চুরি করা গরুসহ আটকের ছবি প্রকাশ করা হলোনা।শুধু তাই নয় সংবাদে বলা হয়েছে ওবায়দের স্ত্রী বলেছেন একসময় তিনি মুরগীও চুরি করেছেন।অথচ তার স্ত্রীর শামসুন্নাহারের সাথে রির্পোটারের তেমন কোনো আলোচনাই হয়নি।একই সাথে সংবাদে রাজ্জাক প্রধানীয়া, বাদল প্রধানীয়া, হাজী দেলু প্রধানীয়াসহ যাদের নাম উল্লেখ্য করা হয়েছে।
এ বিষয় তাদের বাড়ির সেইসব লোকদেরকে বিষয়টি জিজ্ঞেস করলে তারা বলেন, ওবায়েদকে জড়িয়ে গরু চুরির সংবাদ সম্পর্কে তারা কিছুই জানেন না।তেমন কোনো সংবাদকর্মীর সাথে তাদের এমন কোনো কথা হয়নি।ওই সংবাদের রির্পোটার শুধুমাত্র কাল্পনিক ভাবে একতরফা কল্পকাহিনী উপস্থাপন করে তুলে ধরেছেন। শুধু গরু চুরির অপবাদ নয়।পারিবারিক দন্ধে তাদের বাড়ির একটি পরিবার টাকার বিনিময়ে মিথ্যে সংবাদ প্রচার করার জন্য সংবাদকর্মীকে মিথ্যে তথ্য দিয়ে ওবায়েদকে মুরগী চোর এবং জঙ্গির আখ্যা দিয়েও সামাজিক ভাবে চরম হেয়পতিপন্ন করেছেন।
ভুক্তভোগী আব্দুল্লাহ ওবায়েদ বলেন, আমি দীর্ঘদিন ধরে ঢাকায় ট্রাভলসের ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছি।তাই বেশিরভাগ ঢাকাতেই থাকা হয়।সপ্তাহে দুদিন বাড়িতে আসি।কয়েকদিন পূর্বে পরিচিত অন্য লোকের মাধ্যমে আমি জানতে পারি আমার নামে এমন গরু চুরির সংবাদ প্রকাশ হয়েছে।যা অনেক দুঃখজনক।আমাকে গরু চুরি, মুরগী চুরির অপবাদসহ জঙ্গি আখ্যা দিয়ে যে সংবাদটি প্রকাশ করা হয়েছে।তা খুবই দুঃখজনক।
এতে আমি এবং আমার পরিবার খুবই মর্মাহত।আমি মনে করি আমাদের বাড়ির একটি পরিবারের সাথে দীর্ঘদিন ধরে পারিবারিক দন্ধ থাকায় তারা শুত্রুতা নিয়ে টাকার বিনিময়ে আমার নামে এমন মিথ্যে সংবাদ প্রচার করে চলেছেন।তারা আমাকে জঙ্গি বানিয়ে যে কথা উল্লেখ্য করেছেন।সেটি হচ্ছে দীর্ঘ কয়েক বছর আগে তত্ববধায়ক সরকারের আমলে সিলেটের একটি জঙ্গি মামলায় নামের মিলের কারনে ভুল করে আমাকে ধরে নিয়ে গিয়েছিলো।
সেখানে আমি নামে, নামে জমে টানার কারনে বিনাদোষে ১০ মাস জেল খেটে নির্দোষ প্রমানীত হয়ে বেকুসুর খালাস পেয়েছি। সেসব কাগজপত্রও আমার কাছে রয়েছে।
আসল কথা হচ্ছে আমি ব্যক্তিগত ভাবে বিএনপি রাজনীতির সাথে জড়িত।৫ আগস্টের পর দেশের পরিবর্তন হওয়াতে তারা ভাবছেন এখন তো আমাদের সামনের দিনগুলো ভালো যাবে। তাই হয়তো তারা শুত্রুতা উদ্ধারে আমাকে সামাজিক ও প্রশাসনিক ভাবে ছোট করতেই গরু চুরির অপবাদের সাথে আমাকে জঙ্গি বানিয়ে এমন সংবাদ প্রকাশ করে প্রচারনা করছেন।