বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
07 Jan 2025 08:43 am
আবু ইউসুফ নওগাঁ প্রতিনিধি:- বাংলাদেশ শিক্ষক সমিতি রাণীনগর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধায় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির হলরুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে আফতাবুল আলম মিঠুকে সভাপতি,মাসুদ রানা লিটনকে সাধারণ সম্পাদক এবং সিরাজুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে আংশিক কমিটি ঘোষনা করা হয়েছে।
আফতাবুল আলম মিঠুর সভাপতিত্বে এবং শিক্ষক ইলিয়াস হোসেন মিঠু ও মাসুদ রানা লিটনের সঞ্চালনায় সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন,নওগাঁ জেলা শিক্ষক সমিতির সভাপতি গোলাম সারোয়ার স্বপন,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শিক্ষক সমিতির প্রেসিডিয়াম সদস্য ও নওগাঁ জেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি হাফিজুর রহমান হাফিজ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,নওগাঁ জেলা শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান সাজু।
এছাড়া অন্যদের মধ্যে নওগাঁ জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি এমদাদুল হক মুকুল,কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকলেছুর রহমান বাবু,রাণীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন ও সাখাওয়াত হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।