বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
19 Dec 2024 09:19 pm
সফিকুল আলম দোলন,জেলা প্রতিনিধি,পঞ্চগড়:-পৌষ মাসের শুরুতেই পঞ্চগড়ের তেঁতুলিয়াসহ সবত্র জেলায় চলছে মৃদু শৈত্যপ্রবাহ। উত্তর দিক থেকে বয়ে আসা কনকনে হিমেল বাতাসে তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছে।এতে ৬ দিন ধরে টানা মৃদু শৈত্যপ্রবাহে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।
উত্তরের হিমালয়কন্যা পঞ্চগড়ে তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।গত ৬ দিন ধরে এ অঞ্চলে বইছে মৃদু শৈত্যপ্রবাহ।বুধবার সকালে বিষয়টি নিশ্চত করে জানিয়েছে,তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায়।
তিনি বলেন,আজ সকাল ৯টায় তাপমাত্রা আগের তুলনায় কমেছে।বুধবার সকাল তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।এর আগে ভোর ৬টায় রেকর্ড হয়েছিল ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।গত ১৩ ডিসেম্বর তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৭৭ শতাংশ ও বাতাসের গতিবেগ ঘণ্টায় ৭ থেকে ৮ কিলোমিটার। গত ১৩ ডিসেম্বর থেকেই এ জেলার মৃদু শৈত্যপ্রবাহ চলমান রয়েছে।তবে ভোরে কুয়াশা থাকছে না। ভোরেই দেখা মিলছে সূর্য। দিনের তাপমাত্রা ২৭ থেকে ২৮ ডিগ্রির মধ্যে রেকর্ড হচ্ছে।
এ দিকে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত তীব্র কনকনে শীতের প্রভাব থাকায় বিপাকে পড়েছেন পাথর শ্রমিক, চা শ্রমিক, ভ্যান চালক ও দিনমজুর।পৌষ মাসের শুরু থেকে কনকনে ঠান্ডা ও কুয়াশায় আবৃত হয়ে পড়েছে চারদিক।দিনমজুর, চা ও পাথর শ্রমিক শ্রেণির মানুষ শীতের তীব্রতায় কাজও করতে পারছেন না।ফলে আয় কমেছে তাদের।