বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
21 Dec 2024 09:22 am
সঞ্জু রায়,বগুড়া:-বগুড়ায় র্যাব পরিচয়ে কলেজ ছাত্র ফেরদৌস সরকারকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে সরকারি শাহ সুলতান কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থীরা।
বুধবার দুপুরে শহরের সাতমাথায় অনুষ্ঠিত এই মানববন্ধনে ফেরদৌসের সহপাঠীসহ জহুরুলনগর এলাকার বিভিন্ন ছাত্রাবাসের সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধনে অংশনকারীরা বলেন, র্যাবের পোশাক পড়ে দুর্বৃত্তরা ফিল্মি স্টাইলে যেভাবে ফেরদৌসকে অপহরণ করে ৭ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছিল সেই ঘটনার তারা কঠোর বিচার চান। তারা বলেন, দুর্বৃত্তদের এত সাহস কিভাবে হয় যে তারা র্যাবের মত একটি বাহিনীর পোশাক পরিধান করে এমন অপকর্ম করতে পারে। বগুড়া শহরের জহুরুলনগর এলাকাটি সাধারণ শিক্ষার্থীদের একটি নিরাপদ আবাসস্থল হিসেবেই এতদিন বিবেচিত হতো কিন্তু ফেরদৌসের অপহরণের ঘটনার পর সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কিত বোধ করছে। ফেরদৌস কে উদ্ধার করা হলেও সে এখনো মানসিকভাবে স্বাভাবিক হতে পারেনি। এছাড়াও এখনো ধরা পড়েনি এই ঘটনার সাথে জড়িত মূল অপরাধীরা।
উল্লেখ্য, এর আগে গত শুক্রবার রাত আনুমানিক ২টার দিকে বগুড়া শহরে জহরুলনগর এলাকা থেকে র্যাবের পোষাক পরিহিত ৫/৬ জন দুর্বৃত্তের দল ফেরদৌসকে অপহরণ করে ৭ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিলো।ফেরদৌসের পরিবার নগদ ও বিকাশের মাধ্যমে ৩ লাখ টাকা প্রদান করে এবং বাকি টাকা নিতে আসলে পুলিশের পাতা ফাঁদে নরসিংদী থেকে গ্রেপ্তার হন অপহরণ চক্রের দুই নারী। পরে তাদের জিজ্ঞাসাবাদ করে বগুড়া থেকে অপহৃত ফেরদৌসকে উদ্ধার করা হয় নরসিংদী জেলা থেকে। যে ঘটনায় জড়িত অন্যান্য আসামীদেরও গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে বলে জানায় পুলিশ।