বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
19 Dec 2024 11:11 pm
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ- জেলার পলাশবাড়ীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে ১৮ ডিসেম্বর বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
"প্রবাসীর অধিকার আমাদের অঙ্গীকার' বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার" প্রতিপাদ্যকে সামনে রেখে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল আহাদ লাজু'র সভাপতিত্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত আরজুমান আরা গুলেনুর,সহকারী প্রকৌশল আতিকুর রহমান, সহকারী শিক্ষা অফিসার ফিরোজ কবীর,আসাদুজ্জামান দোলন,পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পাপুল সরকার,সদস্য ছাদেকুল ইসলাম রুবেল,রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শেখ, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, মডেল প্রেসক্লাবের সভাপতি রবিউল হোসেন পাতা, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদসহ অন্যান্যরা।