মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
21 Dec 2024 08:27 am
শরীয়তপুর প্রতিনিধি:=বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, শরীয়তপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও ঢাকা মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি এ্যাড. জামাল শরীফ হিরুর প্রথম জানাজা নামাজ শরীয়তপুরে তার নিজ এলাকার পন্ডিতসার উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৭ ডিসেম্বর ২০২৪) সকাল ১০টায় পণ্ডিতসার উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জানাজার নামাজে জনতার ঢল নামে।
তার জানাজা নামাজে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহম্মেদ জিন্টু, কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি কর্ণেল এসএম ফয়সাল (অবঃ), জেলা বিএনপির সহ-সভাপতি এসএম মাহফুজুর রহমান বাচ্চু সরকার, সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম তালুকদার সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ। দলমত নির্বিশেষে মানুষের ঢল নামে জানাজায়।
জানাজা শেষে তার লাশ ঢাকায় নিয়ে যাওয়া হয়। দলীয় কার্যালয়ের সামনে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তার মরদেহ দাফন করার কথা।
এর আগে তার লাশ পন্ডিতসার স্কুল মাঠে পৌছালে দলীয় নেতা-কর্মীরা কফিনে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান।
জানাগেছে, সোমবার (১৬ ডিসেম্বর ২০২৪) রাত সাড়ে ৮ টার দিকে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
দলীয় সূত্রে জানা যায়, বিএনপির কেন্দ্রীয় নেতা এ্যাড. জামাল শরীফ হিরু দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন।মৃত্যুকালে তিনি স্ত্রী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বর্ষীয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান কিরণ, সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দীন কালু ও সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সাঈদ আহমেদ আসলাম সহ কেন্দ্রীয়, জেলা ও বিভিন্ন উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শোক ও সমবেদনা জানিয়েছেন।