মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
17 Dec 2024 10:41 am
হাফিজুর রহমান,টুংগীপাড়া উপজেলা প্রতিনিধি;-১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদার সাথে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া প্রশাসনের আয়োজনে ৫৪ তম বিজয় দিবসটি উৎযাপিত হলো। সূর্যদ্বয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিজয় দিবসের প্রথম কর্মসূচি শুরু করেন।সকাল ৯ টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন। পরে বিভিন্ন সংগঠন ও দলীয় নেতাকর্মী ফুলের ডালা দিয়ে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন করেন।
উপজেলার বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ,পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস সদস্যদের সমন্বয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগিত পরিবেশণ করা হয়।পরে উপজেলা কর্মকর্তা মঈনুল হকের নেতৃত্বে বিজয়ের মেলা উদ্ভোধন করেন এবং ষ্টোলগুলো পরিদর্শন করেন।
সকাল ১০ টার সময় উপজেলার হলরুমে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেন এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের ১৯৭১ এর স্বাধীনতা সম্পর্কে আলোচনা করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হক, টুঙ্গিপাড়া থানা অফিসার ইনচার্জ খোরশেদ আলম, কৃষি অফিসার রাকিবুল ইসলাম, সমাজ সেবা অফিসার প্রকাশ চক্রবর্তী, মৎস্য অফিসার দেবাশীষ বাচার, প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাকচী সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং উপজেলা সকল বীর মুক্তিযোদ্ধারা।
দুপুর ১২ টায় উপজেলা হলরুমে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান হয়। যোহরের নামাযের পর জাতির শান্তি অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির, গির্জা ও অন্যান্য উপসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করেন। বিকাল ৩.৩০ টা ঘটিকায় প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।