সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
16 Dec 2024 07:34 pm
আজাদুর রহমান,বগুড়া:-বগুড়ায় ডায়াবেটিস হাসপাতালে রোগীর মৃত্যুর ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের লাঞ্ছিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
জানাগেছে,জেলার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের রুস্তমপুর এলাকার সিদ্দিকুর রহমানের স্ত্রী মেরিনা বেগম (৫১) ডায়াবেটিস ও জ্বর নিয়ে ১৩ ই ডিসেম্বর বগুড়া ডায়াবেটিস হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হলে ১৪ ই ডিসেম্বর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।পরে চিকিৎসা চলাকালীন সময়ে মেরিনার মৃত্যু হয়।
এ ঘটনায় স্বজনরা ডায়াবেটিস হাসপাতালে বিষয়টি জানতে আসলে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর স্বজনদের হেনস্থা করে।খবর পেয়ে বগুড়ায় কর্মরত কয়েকজন সংবাদকর্মী সেখানে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ সংবাদকর্মীদের আতকিত হামলা চালায় এবং শারীরিক লাঞ্ছিত করে।
এ বিষয়ে সংবাদকর্মী ফয়সাল হোসাইন সনি বলেন,রোগীর মৃত্যুর ঘটনায় সংবাদ সংগ্রহ করতে আসলে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের হামলা করে,আমার অফিসিয়াল পরিচয় পত্র, ব্যবহৃত মোবাইল ফোন ও নগদ ৩২ হাজার টাকা ছিনিয়ে নেয়।তবে মোবাইল ফোন ফিরে পেলেও অফিসিয়াল পরিচয় পত্র ও টাকা ফিরে পাইনি।আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সঠিক তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।
এ বিষয়ে বগুড়া সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।বগুড়া সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ বলেন, একজন মহিলার মৃত্যুর ঘটনায় হাসপাতালে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি।সংবাদকর্মীদের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।