রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
16 Dec 2024 08:32 am
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ জেলার সাদুল্লাপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে নুরুল ইসলাম (২) নামের এক শিশু মারা গেছে।
শিশু নুরুল ইসলাম জুনিদপুর গ্রামের জহিরুল ইসলাম ও নাসিমা বেগম দম্পতির ছেলে।
রোববার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের জুনিতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্বজনরা জানান, রোববার সকালের দিকে বাড়ির উঠানে অন্যান্য শিশুদের সঙ্গে নুরুল ইসলাম ফুটবল খেলছিল। এরই মধ্যে বলটি পাশের পুকুরে পড়ে যায়। সেখান থেকে বলটি তুলতে গিয়ে হাবুডুবু খায় শিশুটি। এ বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নুরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে রসুলপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।