রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
16 Dec 2024 02:36 am
৭১ভিশন ডেস্ক:- মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার স্বপ্ন নিয়ে আওয়ামী লীগ খেলা করেছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (১৫ ডিসেম্বর) রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, আওয়ামী লীগকে আমাদের চিনে রাখতে হবে। এটি সেই আওয়ামী লীগ, যারা ৭১ এর পর মানুষের স্বপ্ন নিয়ে খেলেছিল।
গণতন্ত্র রক্ষায় বিএনপির অবদান তুলে ধরে মির্জা ফখরুল আরও বলেন, বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করে জিয়াউর রহমান প্রথম সংস্কার সূচনা করেছিলেন। তার শাহাদাতের পর বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্রের সূচনা করেছিলেন।
সংস্কার প্রশ্নে বিএনপির দেয়া ৩১ দফা বিষয়ে তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে আমরা ৩১ দফা সংস্কার তুলে ধরেছি। আসুন যুগান্তকারী ৩১ দফাকে সামনে নিয়ে যাই। দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে এই সংস্কার বাস্তবায়নের পথে হাঁটাই এখন আমাদের কাজ।
আলোচনায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মেশররফ হোসেন বলেন, এদেশের মানুষ প্রত্যাশা করে এই সরকার থেকে ইতিবাচক কার্যক্রম দেখতে পাবে। আশাকরি অতিদ্রুত নির্বাচন দিয়ে তারা জনগণের আশা পূরণ করবেন।
এ সময় স্বৈরাচার জনগণ উৎখাত করে উল্লেখ করে তিনি আরও বলেন, নানা রকমের উসকানি দিয়ে দেশে-বিদেশে ষড়যন্ত্র করছে পতিত স্বৈরাচাররা। ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের সুযোগ না পেলে জনগণ পরিবর্তন করে ফেলে যেমন হাসিনা আর এরশাদ। অতএব আমরা দাবি করতে চাই দ্রুতই সংস্কার শেষ করে নির্বাচন দিয়ে মানুষের আকাঙ্খা পূরণ করুন।
স্থায়ী কমিটির আরেক সদস্য মঈন খান বলেন,১৬ বছর ধরে স্বৈরাচার ডালপালা মেলে ধরেছিল।দেশে যে পরিবর্তন এসেছে এই পরিবর্তনের ফসল আমাদের ঘরে তুলতে হবে।বিজয়ের দিনে শপথ নিই।অধিকার আদায় না হলে রাজপথে ছেড়ে যাবো না।
স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন,এবার অনেক বেশি আশা নিয়ে মানুষ অপেক্ষা করছে।তাদের আকাঙ্খা পূরণে তারা তাকিয়ে আছে বিএনপির দিকে।বিএনপি জোর করে ক্ষমতায় আসে নাই কখনো।আগামী দিনেও বিএনপি জনগণের প্রতি দায়বোধ থেকেই ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়।