রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
16 Dec 2024 08:04 am
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:- বগুড়ার আদমদীঘিতে আধা কেজে গাঁজাসহ মিনহাজ ওরফে ভোলা (২৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার রাতে উপজেলার শাঁওইল-পলাশীগামী সড়কের গাঁজা বিক্রি করার সময় তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মিনহাজ ভোলা আদমদীঘি উপজেলার নশরতপুর ইউপির দত্তবাড়ীয়া গ্রামের খালেক সরদারের ছেলে।পুলিশ জানায়,শনিবার রাত সাড়ে ৯টার দিকে আদমদীঘির মুরইল শাঁওইল-পলাশীগামী সড়কের জৈনক নত্তন মাষ্টারের বাড়ীর নিকটে রাস্তার উপর মাদক বিক্রির করা হচ্ছে।এসময় থানা পুলিশ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ৫শ ৩গ্রাম গাঁজাসহ মিনহাজ ওরফে ভোলাকে গ্রেপ্তার করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃত মিনহাজ ওরফে ভোলার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে গতকাল রবিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।