শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
15 Dec 2024 05:52 am
রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি:-বিশ্বম্ভরপুর পিস ফ্যাসিলিটেটর গ্রপ পিএফজির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বিশ্বম্ভরপুর প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।
বিশ্বম্ভরপুর পিএফজির পিস এ্যাম্বাসেডর মোর্শেদ মিয়ার সভাপতিত্বে ও সমন্বয়কারী ফুলমালার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বিশ্বম্ভরপুর পিএফজির পিস এ্যাম্বাসেডর আব্দুছ ছাত্তার, শান্তিগঞ্জ পিএফজির পিস এ্যাম্বাসেডর জিয়াউর রহমান জিয়া, বিশ্বম্ভরপুর পিএফজির নারী এ্যাম্বাসেডর স্বপ্না বেগম, বিশ্বম্ভরপুর প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার বর্মণ, সাধারণ সম্পাদক সালেহ আহমদ।
সভায় সমাজের সকল স্থরে ষান্তি-সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে আগামী ১৮ ডিসেম্বর পলাশ বাজারে সম্প্রীতি সমাবেশ এর সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের মাঠ সমন্বয়কারী কুদরত পাশা।
সভায় বক্তব্য রাকেন, বিশ্বম্ভরপুর পিএফজির মিজানুর রহমান, সুমন চক্রবর্তী, সিরাজুল ইসলাম, শিব্বির আহমদ, হুসাইন আহমদ, মো. নাসির, সংগীতা হাজং, জুবায়ের আহমদ প্রমূখ।
উভয় সভায় সিদ্ধান্ত গৃহীত হয়, আগামী ১৬ ডিসেম্বর সকালে পিএফজি এবং ওয়াইপএজির পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্থবক অর্পণ করা হবে। ১৮ ডিসেম্বর বিকেলে পলাশ বাজারে পিএফজি উদ্যোগে সমাজের সকল স্থরে শান্তি-সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হবে। উক্ত সমাবেশে বিভিন্ন ধর্মীয় নেতা, প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রাখবেন।