শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
14 Dec 2024 01:40 pm
৭১ভিশন ডেস্ক:-ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন দেশটির রাজনৈতিক দল ডেমোক্রেটিক মুভমেন্টের শীর্ষ নেতা ফ্রঁসোয়া বায়রুর। স্থানীয় সময় শুক্রবার (১৩ ডিসেম্বর) বায়রুকে ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। খবর রয়টার্সের
গত ৪ ডিসেম্বর পার্লামেন্টে বিরোধীদের অনাস্থা ভোটে ক্ষমতা হারান ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে। তার বিদায়ের এক সপ্তাহের মাথায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে ফ্রঁসোয়া বায়রুর নাম ঘোষণা করা হলো। ম্যাক্রোঁর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নতুন প্রধানমন্ত্রী ৭৩ বছর বয়সী বায়রু। মধ্যপন্থি রাজনীতিবিদ হিসেবে পরিচিত তিনি।
বায়রুর প্রধানমন্ত্রী হওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ফ্রান্সের পার্লামেন্টের আইনপ্রণেতারা।
ফ্রান্সের কট্টর ডানপন্থি দল হিসেবে পরিচিত ন্যাশনাল র্যা লির (আরএন) প্রেসিডেন্ট জর্ডান বারডেল্লা রয়টার্সকে বলেন, আপাতত বায়রুর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার কোনো পরিকল্পনা দলের নেই। বামপন্থি নেতা ফ্যাবিয়েন রৌসেল বলেছেন, বায়রুকে অবশ্যই বাজেট সংক্রান্ত বিশেষ আইন শিগগির পাস করতে হবে।
আরএনের জ্যেষ্ঠ নেত্রী এবং পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা ম্যারিন লা পেন জানিয়েছেন, বায়রুর উচিত হবে বাজেট ইস্যুতে বিরোধীদের বক্তব্য শোনা।