শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
14 Dec 2024 07:36 pm
এসএম সিরাজ বগুড়া:- শুক্রবার বিকেলে বগুড়ার উপশহর খেলার মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৬নং ওয়ার্ড শাখা আয়োজিত মহান বিজয় দিবস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ওয়ার্ড আমীর আব্দুল কুদ্দুস মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শহর জামায়াতের আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল।
ওয়ার্ড সেক্রেটারী প্রভাষক মুনছুর আলীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক,শিল্পপতি আলহাজ¦ রফিকুল ইসলাম,করতোয়া পিভিসি পাইপের স্বত্বাধিকারী আলহাজ¦ রফিকুল ইসলাম,শিক্ষাবিদ নুরুল হুদা।আরো বক্তব্য রাখেন উপশহর সাংগঠনিক থানা আমীর মাওলানা আব্দুল হামিদ বেগ,ঘোড়াধাপ সাংগঠনিক থানা আমীর মাওলানা হেদায়েতুল ইসলাম, জামায়াত নেতা রেজাউল করিম রেজা,মামুনুর রশিদ মামুন,খলিলুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি সমাজে কুরআনের দাওয়াত পৌঁছানোর পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হয়ে দেশ জাতির কল্যাণ বয়ে আনার জন্য সকলের প্রতি আহবান জানান।