মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
13 Dec 2024 08:01 pm
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ মঙ্গলবার সকাল ১১টায় বগুড়ার কাহালু পৌর এলাকার উলট্র পশ্চিম পাড়ায় উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হান্নান ও সহ-সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলামের মাতা জায়েদা বেগম (৮৫) এর নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
উক্ত নামাজে জানাযায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কাহালু-নন্দীগ্রাম এলাকার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ফরিদুর রহমান ফরিদ, কাহালু উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি ও কাহালু পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মো. আব্দুল মান্নান, কাহালু পৌর বিএনপির সভাপতি আনিছার রহমান আনিছ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান, ফরিদ ফকির, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মালঞ্চা ইউ পি চেয়ারম্যান নেছার উদ্দিন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর শাহাজাহান আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী ভূইয়া, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো. শাহাবুদ্দিন, কালাই ইউ পি চেয়ারম্যান জোবায়দুল ইসলাম সবুজ, কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এফ এম এ ছালাম, কাহালু তাইরুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল উদ্দিন প্রামানিক সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও মরহুমার আতœীয় স্বজন। নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরাস্থানে দাফন করা হয়। জানাযায় ইমামতি করেন জয়সারা জামে মসজিদের ইমাম মাওঃ আব্দুল হান্নান।
উল্লেখ্য যে, জায়েদা বেগম বার্ধক্যজনিত কারণে সোমবার তার নিজ বাসভবন পৌর এলাকার উলট্র পশ্চিম পাড়ায় মারা যান।