সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪
13 Dec 2024 05:59 am
ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় হত্যা মামলার আসামি নুনগোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আলিম উদ্দিন গ্রেফতার এস আই সুমনঃ বগুড়ায় তিনটি হত্যা মামলার আসামি আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। রবিবার সন্ধ্যায় সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের দাড়িয়াল এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারর আসামির নাম আলিম উদ্দিন৷ তিনি বগুড়া সদর উপজেকা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং নুনগোল ইউপির সাবেক চেয়ারম্যান। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি) ইনচার্জ মোঃ মুস্তাফিজ হাসান। ডিবির এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দাড়িয়াল নিজ বাড়ি থেকে আওয়ামীলীগ নেতা আলিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়৷ তার বিরুদ্ধে ৫ আগস্টের পরে ৩ টি হত্যা মামলা রয়েছে বলে জানান।