শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪
13 Dec 2024 10:00 am
যোবায়ের হোসাইন, শেরপুর (বগুড়া): শেরপুরে শাহ-তুরকান আইডিয়াল একাডেমী স্কুল অ্যান্ড কলেজের শুভ উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার হামছায়াপুরস্থ (কোচ টার্মিনাল) একাডেমীর ক্যাম্পাস হলরুমে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জামায়াাতের আমীর মাওঃ দবিবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আশিক খাঁন।
হাফেজ মাওঃ জহুরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ¦ জানে আলম খোকা, টিটিসি এর সাবেক অধ্যক্ষ আব্দুস সামাদ মন্ডল, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক বিভাগীয় প্রধান (ইংরেজি) অধ্যাপক নাজিমুদ্দিন, অত্র প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান ও জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারী আব্দুল্লাহ আল মুস্তাফিধ নাসিম, শাহ-বন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা কাজী আবুল কালাম আজাদ, শেরপুর শহীদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান, উলিপুর আমেরিয়া সমতুল্লা মহিলা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাই বারী, আনোয়ার হোসেন, নাজির হোসেন, সোহেল মির্জা, মামুনুর রশিদ, আশরাফ আলী, আবু সাঈদ প্রমুখ।
বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ ও শাহ তুরকান আইডিয়াল একাডেমীর অধ্যক্ষ সেখ আব্দুল মান্নান প্রতিষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয় নিয়ে সুধী সমাবেশে আলোচনা করেন। বক্তারা এই প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।