শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪
07 Jan 2025 06:51 pm
৭১ভিশন ডেস্ক:-বাংলাদেশ প্রথমবারের মতো যুব হকি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। এই সাফল্যের জন্য অনূর্ধ্ব-২১ হকি দলকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ২০ লাখ টাকা আর্থিক পুরস্কার প্রদান করবে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই সিদ্ধান্ত নিয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে মন্ত্রণালয়।
বাংলাদেশ অ-২১ হকি দল যুব বিশ্বকাপ ও যুব এশিয়া কাপে পঞ্চম হয়ে গতকাল (বৃহস্পতিবার) ওমান থেকে দেশে ফিরেছে। দেশে ফেরার পরই রাজধানীর ফ্যালকন হলে হকি ফেডারেশনের পক্ষ থেকে ৫ লাখ টাকা পুরস্কার প্রদান করা হয়। হকি দল দেশে ফেরার একদিন পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এই ঘোষণা দিলো।
সাফ অ-২০ চ্যাম্পিয়ন দলকে আর্থিক পুরস্কার ঘোষণা করেছিল ক্রীড়া মন্ত্রণালয়। সেই সময় বন্যার্তদের জন্য ওই অর্থ প্রদানের অনুরোধ জানায় খেলোয়াড়রা। সাফ নারী চ্যাম্পিয়ন দলকে ১ কোটি টাকা দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়। এবার বাংলাদেশ যুব হকি দলকে ২০ লাখ টাকা প্রদান করবে।
বাংলাদেশ হকি ফেডারেশনকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সহায়তা করে প্রায়ই। ওমানে যুব এশিয়া কাপের প্রস্তুতির জন্য বিসিবি অর্ধকোটি টাকা দিয়েছিল। বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্বকাপ নিশ্চিত করায় বিসিবি খেলোয়াড়দের পুরস্কৃত করার বিষয়টি ভাবছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ দেশে ফিরলে ঘোষণা আসতে পারে। বিসিবি সম্প্রতি সাফ চ্যাম্পিয়ন দলকে ২০ লাখ টাকা পুরস্কার দিয়েছে।