শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪
13 Dec 2024 04:41 pm
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা শাখার দ্বি বার্ষিক সম্মেলন শুক্রবার সকালে বগুড়ার টিটু মিলনায়তনে পূর্ব জেলা সভাপতি নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রদান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি অধ্যাপক হারুন অর রশিদ খান। পূর্ব জেলা সাধারন সম্পাদক প্রভাষক আতাউর রহমান ও পশ্চিমের সাধারন সম্পাদক অধ্যক্ষ জহুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশেষ অতিথি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ গোলাম রব্বানী, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন, বগুড়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আব্দুল হক সরকার, জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মানছুরুর রহমান, বগুড়া শহর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, বগুড়া শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুল হাকিম, শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর সভাপতি আলী আজগর আলী, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বগুড়া জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির সাধারন সম্পাদক এরশাদুল বারী এরশাদ, শাহ বন্দিগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম আজাদ, বগুড়া জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি মাওলানা মোয়াজ্জেম হোসেন, ছাত্রনেতা সাইয়েদ কুতুব, যোবায়ের হোসেন, ক্বারী দেলাওয়ার হোসাইন প্রমুখ।
সম্মলনে মঞ্জুরুল ইসলাম রাজুকে সভাপতি প্রভাষক আতাউর রহমান কে সাধারন সম্পাদক করে ৩৫ সদস্য বিশিস্ট জেলা কমিটি ঘোষনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির জন্য সকাইকে ইসলামী শ্রমনীতি সমাজে বাস্তবায়ন করতে হবে। ইসলামী শ্রমনীতি চালু হলেই শ্রমিকরা নায্য অধিকার ফিরে পাবে। বৈষম্য মুক্ত সমাজ গড়তে হলে ইসলামী শ্রম আইনের বিকল্প নেই।