শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪
09 Jan 2025 12:13 pm
৭১ভিশন ডেস্ক:- ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার মাইনুল হাসানকে ট্যুরিস্ট পুলিশের প্রধান (চলতি দায়িত্ব) করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বর্তমানে পুলিশ সদরদপ্তরে রিপোর্টকৃত ডিএমপির সাবেক পুলিশ কমিশনার মো. মাইনুল হাসানকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে)পদায়ন করা হলো।
গত ৫ আগস্ট রাষ্ট্রক্ষমতার পটপরিবর্তনের সঙ্গে সঙ্গেই বাংলাদেশ পুলিশে বড় রদবদল হয়।৬ আগস্ট ডিএমপির কমিশনার (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ পান মাইনুল হাসান।এর সাড়ে তিন মাসের মাথায় তাকে পুলিশ সদরদপ্তরে বদলি করা হয়।
পিএনএস