বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪
15 Dec 2024 11:31 pm
যোবায়ের হোসাইন, শেরপুর, বগুড়া
হাইওয়ে পুলিশ বগুড় রিজিয়নের শেরপুর হাইওয়ে ক্যাম্প পরিদর্শন করেছেন পুলিশ সুপার (এডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত ) মো: শহিদ উল্লাহ। বুধবার ৪ ডিসেম্বর বিকেলে হাইওয়ে ক্যাম্প পরিদর্শন ও থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় করেন তিনি।
এসময় হাইওয়ে পুলিশ, বগুড়া রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল কাদের জিলানী, সহকারী পুলিশ সুপার আলী আহমেদ হাশমী প্রমুখ উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে পুলিশ সুপার মো: শহিদ উল্লাহ থানার সকল অফিসার ও ফোর্সের আবেদনসহ সকল সমস্যার কথা দীর্ঘক্ষণ ধরে শোনেন এবং সে বিষয়ে সমাধানসহ দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও হাইওয়ে পুলিশের সুনাম তথা বাংলাদেশ পুলিশের সুনাম পুনরুদ্ধারসহ পেশাদারিত্বের সাথে হাইওয়ে পুলিশের উপর অর্পিত দায়িত্ব পালন করার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। সেই সাথে শেরপুর হাইওয়ে পুলিশের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে পরবর্তী সময়েও ভালোভাবে কাজ করার পরামর্শ দেন তিনি।
এদিন ক্যাম্প পরিদর্শনের শুরুতে পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান ক্যাম্পের উপ পরিদর্শক মো. নুর হোসেন। পরে ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নি:) মো. আজিজুল ইসলামের নেতৃত্বে পুলিশ সুপারকে সালামী প্রদান করা হয়।