মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪
04 Dec 2024 02:36 pm
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:-বগুড়ার আদমদীঘি উপজেলার কুসুম্বী বাজার এলাকায় এক ভাংড়ি দোকানে ভয়াবহ অগ্নিকান্ডে সমস্ত মালামাল পুড়ে ছাই হয়েছে।
গত রোববার (১ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আদমদীঘি ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষতিগ্রস্ত ভাংড়ি দোকান মালিক সাদ্দাম হোসেন উপজেলার কুসুম্বী গ্রামের বাসিন্দা।এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।
ভাংড়ি ব্যবসায়ী সাদ্দাম হোসেন জানান, দীর্ঘ প্রায় ছয় বছর আগে থেকে আদমদীঘি-আবাদপুকুর সড়কের পাশে কুসুম্বী পশ্চিম বাজার এলাকার একটি টিন সেড ঘর ভাড়া নিয়ে ভাংড়ি সামগ্রি ব্যবসা করে আসছেন।
প্রতিদিনের ন্যায় গত রোববার রাত ১০টায় দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই।এরপর রাত দেড়টার দিকে দোকানে আগুন লাগার খবর পেয়ে প্রতিষ্ঠানে এসে দেখেন ঘরের ভিতর দাউদাউ করে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসকে খবর দেয়ার পর তারা আগুন নিয়ন্ত্রণ করলেও ততক্ষনে দোকান ঘরে থাকা ৪টি ব্যাটারি চালিত অটোচার্জার ভ্যান, প্রায় ৬ টন পুরাতন বই খাতা, পুরাতন টিন, ভাংড়ি প্লাস্টিক,অটোভ্যানের ব্যাটারী ইলেকট্রিক সামগ্রীসহ সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে তার প্রায় ১০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেন।
আদমদীঘি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন আফাজ উদ্দীন মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, কুসুম্বী বাজারে যে ভাংড়ি দোকানটা পুড়ে গেছে তাদের প্রাথমিক তদন্তে ধারনা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।
আবু মুত্তালিব মতি,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি