সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪
04 Dec 2024 02:42 pm
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্ট থেকে খালাস পাওয়ায় সারাদেশে বিএনপি নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছেন।হাইকোর্ট থেকে খালাসের সংবাদ পাওয়ার সাথে সাথে বগুড়ায় নেতাকর্মীরা আজ রোববার (১ ডিসেম্বর) দুপুরে শহরের নবাববাড়ী সড়কস্থ দলীয় কার্যালয়ের সামনে এসে সমবেত হন। সেখান থেকে আনন্দ মিছিল বের করা হয়।
জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে মিছিলে অন্যান্যের মধ্যে অংশ নেন-বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপি’র সহ-সভাপতি এমআর ইসলাম স্বাধীন, হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল, সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, বিএনপি নেতা শেখ তাহা উদ্দিন নাহিন, মনিরুজ্জামান মনি, সরকার মুকুল, এনামুল হক সুমন, নাজমা আকতার, শামীম রেজা, অতুল চন্দ্র সরকার, গোর্কি, সুজন, হারিবুর রশিদ সন্ধান প্রমুখ।