সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪
04 Dec 2024 02:34 pm
কুড়িগ্রাম প্রতিনিধি:-কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নে সরকারি বিধি লঙ্ঘন করে ৭ বছর ধরে ইউনিয়ন পরিষদ সচিব হিসেবে বহাল আছেন হাসান শহীদ সরোয়ারদী।নিয়ম অনুযায়ী কোন সরকারি কর্মকর্তা-কর্মচারী টানা তিন বছরের বেশি একই কর্ম স্থলে থাকতে পারেন না।তবে বিগত সরকারের আমলে কোন এক অদৃশ্য শক্তির ইশারায় তিনি অনিয়মকে নিয়মে পরিণত করে দীর্ঘ সাত বছর ধরে একই স্থানে কর্মরত যা স্থানীয়দের মাঝে চরম অসন্তোষ ও ক্ষোভের জন্ম নিয়েছে।
সরকারি বিধি মোতাবেক একই কর্মস্থলে দীর্ঘ সময়ের দায়িত্ব পালনের ফলে অসাধু সম্পর্ক ও স্বার্থের সংঘাতের সম্ভাবনা তৈরি হয়। হাসান শহীদ সরওয়ার্দীর ক্ষেত্রেও এমনটা অভিযোগ উঠেছে।নাম প্রকাশ না করা শর্তে সংশ্লিষ্ট ইউপির ২/৩ জ সদস্য জানান সচিবের আচরণে শুধু সাধারণ মানুষ নয় আমরাও অনেকেই ক্ষুদ্ধ।এই বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সুনজর দিয়ে উক্ত সচিবের বদলির দ্রুত ব্যবস্থা নিবেন এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।
সাইফুর রহমান শামীম