সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪
04 Dec 2024 02:33 pm
আদমদীঘি(বগুড়া)প্রতিনিধি:- একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালাস পাওয়ায় বগুড়ার আদমদীঘি উপজেলা যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।মিছিলটি গতকাল রোববার সন্ধ্যায় উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
মিছিলে অংশগ্রহন করেন আদমদীঘি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান টিকন, আদমদীঘি উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম, যুগ্ম আহবায়ক হাজী শামীম আহম্মেদ,যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন জীবন,যুবদল নেতা সাগর হোসেন, স্বেচ্ছাসেবক দলনেতা আব্দুর রাজ্জাক, জিল্লুর রহমান, ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী।
অপর দিকে উপজেলার সান্তাহারে পৌর বিএনপি ও যুবদলের উদ্যোগে এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।মিছিলটি সান্তাহার পৌর যুবদল কার্যালয় থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।এ সময় উপস্থিত ছিলেন সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মিঠু, সহ-সভাপতি ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন জুয়েল, মামুনুর রশিদ, সান্তাহার পৌর যুবদলের আহবায়ক ওয়াহেদুল ইসলাম প্রমূখ।
আবু মুত্তালিব মতি,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি