রবিবার, ০১ ডিসেম্বর, ২০২৪
04 Dec 2024 02:21 pm
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ গত শনিবার বগুড়ার কাহালুতে আবহনী ক্রীড়া চক্রের সদস্যদের অংশগ্রহণে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালুর ঐতিহ্যবাহী আবহনী ক্রীড়া চক্রের সভাপতি রতন কুমার সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা ক্রীড়া অফিসার মো. আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালুর মালঞ্চা ইউনিয়নের সিন্দুরাইল গ্রামের সাবেক ফুটবলার মো. আব্দুস সামাদ সরদার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাহালু সদর ইউনিয়নের তেলিয়ান গ্রামের সাবেক কাবাডি খেলোয়ার আলহাজ্ব জয়নাল আবেদীন, আবহনী ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মাষ্টার, সহ- সাধারণ সম্পাদক প্রভাষক পি এম মাকছুদুর রহমান মাসুদ, ক্রীড়া সম্পাদক আব্দুর রহিম সরদার প্রমূখ।