রবিবার, ০১ ডিসেম্বর, ২০২৪
04 Dec 2024 02:34 pm
আদমদীঘি(বগুড়া)প্রতিনিধি:- বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়ার আদমদীঘি উপজেলা শাখার আয়োজনে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ নভেম্বর) দুপুরে আদমদীঘি উপজেলা সদর জামায়াতের কার্যালয়ে এই কর্মিসভা অনুষ্ঠিত হয়।
আদমদীঘি উপজেলা জামায়াতের আমির হাফেজ আতোয়ার হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা গোলাম রাব্বানীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য ও রাজশাহী অঞ্চলের পরিচালক অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন।তিনি বলেন,পবিত্র কোরআন ও হাদিসের আলোকে আমাদের জীবন গঠন করতে হবে।
প্রতিশোধ পরায়ন হওয়া থেকে বিরত থাকতে নেতাকর্মিদের আহবান জানানো হয়।কর্মি সভায় উপস্থিত ছিলেন, আদমদীঘি উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা তরিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সহ:সেক্রেটারী মাওলানা আব্দুল জব্বার, মাওলানা গোলাম মোস্তফা,বায়তুলমাল সম্পাদক মাওলানা ফেরদৌস রহমান, শ্রমিক কল্যান ফেডারেশন ইদ্রিস আলী, তালিমুল কোরআন মাওলানা রমজান আলী ও সদস্য মাওলানা এমদাদুল হক প্রমুখ।
আবু মুত্তালিব মতি,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি