রবিবার, ০১ ডিসেম্বর, ২০২৪
04 Dec 2024 02:36 pm
আদমদীঘি(বগুড়া)প্রতিনিধি:- আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার ৪নং ওয়ার্ড যুবদলের অফিসে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ সংক্রান্ত বিশেষ ক্ষমতা আইন মামলায় উপজেলা যুবলীগের সহ-সম্পাদক আবুল কালাম আজাদ (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।গত শুক্রবার (২৯ নভেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আবুল কালাম আজাদ আদমদীঘি উপজেলার সান্দিড়া গ্রামের কাজী আব্দুল আজিজের ছেলে।
গত ১৯ আগষ্ট দিবাগত রাত সাড়ে ১০টায় সান্তাহার পৌরসভার চায়নার মোড় নামক স্থানে ৪নং ওয়ার্ড যুবদল অফিসে কয়েকটি মোটরসাইকেল যোগে একদল দুর্বৃত্ত ওই যুবদল অফিস ভাংচুর ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতংক ছড়িয়ে অফিসে পেট্রোল ঢেলে আসবাবপত্রে অগ্নিসংংযোগ করে পুড়ে দেয়।এতে অফিসের ভিতর থাকা জিনিসপত্র পুড়ে বিপুল টাকার ক্ষতিসাধন হয়।এ ঘটনায় আদমদীঘি থানায় সান্তাহার কলসা এলাকার পৌর ৪নং ওয়ার্ড যুবদলের সেক্রেটারি আশিক বাদি হয়ে সাবেক এমপি,তার বাবা সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ৭০ জন আওয়ামীলীগ নেতাকর্মির নাম উল্লেখ ও অজ্ঞাতসহ মোট ২২৭ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারি কর্মকর্তা সান্তাহার ফাঁড়ির উপ পরিদর্শক বকুল হোসেন জানান,সান্তাহারে যুবদলের অফিসে অগ্নিসংযোগ হামলা সংক্রান্ত মামলায় আদমদীঘি উপজেলা যুবলীগের সহ সম্পাদক আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করে গতকাল শনিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
আবু মুত্তালিব মতি,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি