রবিবার, ০১ ডিসেম্বর, ২০২৪
04 Dec 2024 02:47 pm
আদমদীঘ (বগুড়া)প্রতিনিধি:- বগুড়ার আদমদীঘিতে মাদক বিক্রি করার সময় গাঁজাসহ হারুন শাহ তাহের (৪৫) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।গত শুক্রবার (২৯ নভেম্বর) রাতে তাকে উপজেলার ধনতরা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হারুন শাহ তাহের আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির ধনতলা গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।
আদমদীঘি থানার উপ-পরিদর্শক তারেক হোসেন জানান, গত শুক্রবার রাতে আদমদীঘির ধনতলা গ্রামে মাদক বেচকেনা চলছে।এমন গোপন সংবাদের ভিক্তিতে ওই গ্রামের মসজিদের সামনে রাস্তায় গাঁজা বিক্রি করার সময় ১০৫ গ্রাম গাঁজাসহ হারুন শাহ তাহেরকে গ্রেপ্তার করা হয়।তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে।শনিবার দুপুরে গ্রেপ্তারকৃত হারুন শাহ তাহেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
আবু মুত্তালিব মতি,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি