রবিবার, ০১ ডিসেম্বর, ২০২৪
13 Dec 2024 09:46 am
বগুড়ায় লুমিনাস একাডেমি ও লুমিনাস কুরআনিক স্কুলের উদ্যোগে শিক্ষার্থী উৎসাহিতকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।শনিবার বেলা ১১টার দিকে শহরের জলেশ^রীতলাস্থ প্রতিষ্ঠানে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লুমিনাস এর প্রতিষ্ঠাতা পরিচালক এম.এ রাশেদ।এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জিলা স্কুলের অবঃপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক রওশন আরা বেগম রাণী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী প্রগ্রেস গ্রæপে’র চেয়ারম্যান রোটারিয়ান মোস্তাফিজুর রহমান, বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ মাওলানা মুফতি মোশারফ হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি রওশন আরা বেগম রাণী বলেন, একজন ভালো মানুষ হতে হলে সাধারণ শিক্ষার পাশাপাশি কুরআন ও হাদিসের শিক্ষা প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।তাই শিশু বয়স হতেই সাধারণ শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের কুরআন ও হাদিসের শিক্ষা দিতে হবে।তিনি আরও বলেন,ডিভাইস আসক্তি বর্তমানে শিশুদের বিপথে পরিচালিত করছে, তাই শিশুদের ডিভাইস নয় বই দিতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে রোটারিয়ান মোস্তাফিজার রহমান বলেন, শিশুদের জন্য বিনয়ী ও নৈতিকতা শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ,এ শিক্ষা শিশুদের সফলতার পথে পরিচালিত করে।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জুলাই অভ্যুত্থানের ছাত্রনেতা মেহেদী হাসান,লুমিনাস কুরআনিক স্কুলের ভাইস প্রিন্সিপাল শহিদুল ইসলাম।অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।