রবিবার, ০১ ডিসেম্বর, ২০২৪
11 Jan 2025 03:48 am
প্রেস বিজ্ঞপ্তি:-কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ভূমিহীন আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সেখ নাছির উদ্দিন, লেখক ও গণ বুদ্ধিজীবী ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ট্রাস্টি নাহিদ হাসান ও গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের প্রধান আইনজীবী অ্যাডভোকেট রায়হান কবির উপর হামলা হয়েছে।
গতকাল ২৯ নভেম্বর রোজ শুক্রবার বিকেলে ৩ টায় কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় রাষ্ট্র সংস্কারে উদ্যোগ কৃষক সমাবেশের আয়োজন করা হয়েছে।বিকাল ৩ টায় রাষ্ট্র সংস্কারে নেতৃবৃন্দ সমাবেশ স্থলে উপস্থিত হলে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ তাদের বাধা দেয়। জামাত ইসলামের নেতাদের অভিযোগ সমাবেশের কথা তাদেরকে কেন আগে জানানো হয়নি।
আর রাষ্ট্র সংস্কার করবে ইউনুস সরকার রাষ্ট্র সংস্কারে কেন সমাবেশ করবে।তখন উভয় পক্ষের হাতাহাতি শুরু হলে ভূমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক শেখ নাসির, রাষ্ট্র সংস্কারে আন্দোলনের কেন্দ্রীয় নেতা নাহিদ নলেজ,এড রায়হান কবিরসহ অনেকে আহত হয়।রাষ্ট্র সংস্কার আন্দোলনে নেতৃবৃন্দ বলেন জামাত ইসলামের নেতারা যখন সমাবেশে হামলা করে তখন পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে।বাংলাদেশ ভূমিহীন আন্দোলন এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।
ভূমিহীন আন্দোলনের নেতৃবৃন্দ বলেন এই হামলায় জড়িত জামাত ইসলামের নেতাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।অন্যথায় এই নব্য ফেসিষ্ট সংগঠনের বিরুদ্ধে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন ও রাষ্ট্র সংস্কার আন্দোলন দেশব্যাপী বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো।
বার্তা প্রেরক,সামিউল আলম রাসু,কেন্দ্রীয় নেতা,বাংলাদেশ ভূমিহীন আন্দোলন