শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
30 Nov 2024 10:32 pm
বাহুবল(হবিগঞ্জ) প্রতিনিধিঃহবিগঞ্জের বাহুবলে আলু ক্ষেতে পানি সেচ দেয়াকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে মহিলা সহ ৫ জন আহত হয়েছে।আশংকাজনক অবস্থায় আমিন আলী নামে ১জনকে সিলেট ওসমানীতে প্রেরণ করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাত ১২ টার দিকে উপজেলার সাতকাপন ইউনিয়নের আব্দাফৌজদা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাহুবল উপজেলার ৩নং সাতকাপন ইউনিয়নের আব্দাফৌজদা গ্রামের কালু মিয়ার ছেলে মোঃ আমিন আলী আলু ক্ষেতে পানি সেচ দিচ্ছিলো।এসময় কটু মিয়ার ছেলে সিজিল মিয়ার কিছু ধানের খড় বিজে যায়, এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়।
এ ঘটনার জের ধরে শুক্রবার রাত ১২ টার দিকে সিজিল মিয়া,মুস্তাফিজুর রহমান ও নাহিদ মিয়া সহ ১০/১২ জন মিলে আমিন আলী ও তার লোকজনের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় আমিন আলী, পারভেজ,পাবেল মিয়া,কালু মিয়া সহ ৭ জন আহত হয়।
গুরুতর আহত আশংকাজনক অবস্থায় আমিন আলীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আহতদের মধ্যে পারভেজ,পাবেল মিয়া,কালু মিয়া সহ ৬ জনকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।