শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
30 Nov 2024 06:34 am
শরীয়তপুর প্রতিনিধি:- শরীয়তপুরের উত্তর পালং বিএনপির আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।এ উপলক্ষে শুক্রবার (২৯ নভেম্বর ২০২৪) সন্ধ্যায় উত্তর পালং শাবনুর মার্কেটের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।শরীয়তপুর পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বাবুল শেখের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রিংকু তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান মাদবর।প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম তালুকদার।
বিশেষ অতিথি ছিলেন,জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল খান,যুগ্ম সাধারণ সম্পাদক বিএম মহিউদ্দিন বাদল,শিক্ষা বিষয়ক সম্পাদক আক্কাস মাস্টার।
এসময় বক্তব্য রাখেন, জেলা যুবদলের সাবেক সভাপতি ইজাজুল ইসলাম মামুন,স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক খলিলুর রহমান খান,বর্তমান স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুর রহমান আমান,বিএনপি নেতা সাংবাদিক ইসহাক মাদবর, যুবদল নেতা লিয়াকত খান,জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাকির হাওলাদার,পৌরসভার যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম পিন্টু,বর্তমান যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বেপারী প্রমূখ।কোরআন তেলোয়াত করেন, বিএনপি নেতা আনোয়ার আকন।
এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির প্রচার সম্পাদক ভিপি রুহুল আমিন মুন্সী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক ওয়ালীউল্যাহ খান, বিএনপি নেতা মিলন গাজী, মনির চৌধুরী,জাজিরা উপজেলা যুবদলের সভাপতি আলমগীর হোসেন, ছাত্রদলের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম রনি, বিএনপি নেতা মামুন রাঢ়ী, মহিউদ্দিন বিপ্লব, মনির শেখ,ছাত্রদল নেতা রাসেল মোল্লা, সোহেল তালুকদার প্রমূখ।
অনুষ্ঠানে জেলা, উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামীলীগ সরকারের পতন ঘটেছে।এই আন্দোলনে বিএনপি’র অসংখ্য নেতা কর্মীকে জীবন দিতে হয়েছে।অনেক নেতা কর্মীকে শারীরিকভাবে অত্যাচার করা হয়েছে,অনেক নেতাকর্মীকে অন্যায় ভাবে কারা বরণ করতে হয়েছে।এখনো বিএনপির নেতা কর্মীদের উপর মিথ্যা মামলা রয়েছে যা এখনো প্রত্যাহার করা হয়নি।অবিলম্বে এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই।জননেতা তারেক রহমানের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশে ফিরিয়ে আনার জন্য ঐক্যবদ্ধভাবে রাজপথে সংগ্রাম অব্যাহত রাখতে হবে।তাই প্রিয়নেতা তারেক রহমানের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।