শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
30 Nov 2024 04:37 am
ইয়ামিন হোসেন,ভোলা:- ভোলা বারের বিজ্ঞ আইনজীবী ও কাচিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এবং জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ ইউসুফ কে সংবর্ধনা দিয়েছে কাচিয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শুক্রবার বিকালে কাচিয়া পরিষদ মাঠে এ সংবর্ধনা দেওয়া হয়।ভোলা বারের অতিরিক্ত পিপি হওয়ায় উত্তর ভোলার গর্বিত সন্তান মোঃ ইউসুফ কে এ সংবর্ধনা দিয়েছেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন অ্যাডভোকেট মোঃ ইউসুফ।সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবীর সোপান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল হাসনাত তসলিম, বাপ্তা ইউনিয়ন বিএনপির সভাপতি খোকা মিয়া, পশ্চিম ইলিশা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বাহালুল মিয়া,কাচিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবদুস সাত্তার পাটোয়ারী, সাধারণ সম্পাদক রাকিব মিয়া, পশ্চিম ইলিশা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ সোহেল, কাচিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক মোঃ আলাউদ্দিন, মোঃ জাকির হোসেন, শ্রমিক দলের সভাপতি মনির কাজীসহ ইউনিয়ন বিএনপি ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, অ্যাডভোকেট মোঃ ইউসুফ দূর্দিনে ভোলার কোর্টে বিএনপির নেতাকর্মীদের মামলায় তিনি যে ভুমিকা রেখেছেন তার পুরস্কার এবং যোগ্যতায় তিনি আজ এ সম্মানজনক পদে নিয়োগ পেয়েছেন।
ভোলার রাজপথে ও স্বৈরাচার হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে তিনি প্রথম সারিতে ছিলেন।
রক্তচক্ষু উপেক্ষা করে স্বৈরাচার হাসিনার আমলে এ কাচিয়াতে একমাত্র অ্যাডভোকেট মোঃ ইউসুফ-ই বিএনপির মিটিং করেছে। যেখানে বিএনপির জেলা উপজেলার অনেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দলের দুর্দিনে কর্মীদের পাশে যেমন ছিলেন কোর্টে, তেমন ছিলেন আন্দোলন সংগ্রামে।
সদ্য নিয়োগ পাওয়া অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মোঃ ইউসুফ বলেন,আমি আজ আমার জন্মস্থান কাচিয়া বাসীর কাছে কৃতজ্ঞ।আমি আজ বুঝতে পেরেছি জন্মভূমি এলাকার মানুষের জন্য কাজ করলে তার ফল পাওয়া যায়। আপনারা আমাকে আজ বুঝিয়ে দিলেন।
আমি শহীদ জিয়ার আর্দশের সৈনিক হিসেবে যেমন ছিলাম আন্দোলন সংগ্রামে, তেমনি আপনাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দিয়েছে, সেগুলো নিয়ে লড়েছি ভোলার কোর্টে,আপনাদের আইনি সেবা দিতে।অ্যাডভোকেট ইউসুফ বলেন, আমি মনে করি ভোলার বিএনপির একজন কর্মী আমার পরিবারের সদস্য এবং কাচিয়া ইউনিয়ন আমার পরিবার।আমি সে হিসেবেই দীর্ঘ বছর ধরে আপনাদের জন্য শ্রম দিয়েছি।আমি আজ বুঝতে পেরেছি, আমার পরিবার আমাকে সেই সম্মানটুকুই আজ দিয়েছে।আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ।
অতিরিক্ত পিপি ইউসুফ আরো বলেন, স্বৈরাচার হাসিনার আমলে,এখানে কেউ মিছিল মিটিং তো দুরের কথা বিএনপির নাম উচ্চারণ করতে পারেনি কিন্তু আমি আপনাদের অনুপ্রেরণা পেয়ে এ ইউনিয়নে বিএনপির জেলা উপজেলার নেতাদের নিয়ে মিটিং করেছি।ভয় করিনি।
আপনারা আমার অনুপ্রেরণা, আপনাদের ভালবাসা নিয়ে কাচিয়া ইউনিয়ন কে একটি সুন্দর ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।