সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
25 Nov 2024 05:41 am
আনোয়ার হোসেন,নিজস্ব প্রতিনিধি:-সশস্ত্র বাহিনীর জন্য আজ এই দিনটি অহংকার ও গৌরবময়। ৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের যিনি ঘোষণা দিয়েছিলেন তৎকালীন মেজর জিয়াউর রহমান তিনিও একজন সেনাবাহিনীর সদস্য ছিলেন। সশস্ত্র বাহিনীর সদস্যরা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার্থে সবসময় কাজ করছেন। সংকটময় মুহূর্তে দেশের মানুষের পাশে থাকেন।
প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন, বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র মোঃ রেজাউল করিম বাদশা।
২১শে নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১টায় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বগুড়া জিলা স্কুলে মুক্তিযোদ্ধা আমিনুল হক দুলাল অডিটোরিয়ামে বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থা (বেসওয়া) বগুড়া জেলা কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত হয় ।
এতে সভাপতিত্ব করেন- সার্জেন্ট এ কে এম আজাদ মিয়া (অব:) সভাপতি, বেসওয়া বগুড়া জেলা। সঞ্চালনায় ছিলেন,সার্জেন্ট আব্দুল বাতেন (অব:) সাংগঠনিক সম্পাদক বগুড়া জেলা,বেসওয়া এবং সার্জেন্ট মোঃ দেলোয়ার হোসেন দুলাল (অব:) সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বেসওয়া আগত সকল অতিথিদেরকে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন- একিউএম ডিসেন্ট আহম্মেদ (সুমন), প্রধান উপদেষ্টা, বেসওয়া বগুড়া জেলা।বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কর্ণেল (অবঃ) মোঃ জগলুল আহসান, এস ইউ পি, পি এস সি, জি উপদেষ্টা বেসওয়া, বগুড়া জেলা।
প্রতি বছরের ন্যায় বগুড়া জেলা বেসওয়া এই প্রথম এই দিনকে স্মরণ রাখার জন্য অবসরপ্রাপ্ত সদস্যদের পরিবার বর্গ নিয়ে এই বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরবর্তী বছর আরও সুন্দরভাবে এ অনুষ্ঠান পালন করতে পারি সেই জন্য উপস্থিত সকলের নিকট দোয়া কামনা করেন।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা সিনিয়র ওয়া: অফি: মোঃ মতিউর রহমান (অব:) সদস্য সচিব ট্যাস্টি বোর্ড ও সভাপতি বেসওয়া কেন্দ্রীয় কমিটি, সার্জেন্ট মোঃ খোরশেদ আলম (অব:) সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটি,ল্যা: কর্পো: মোঃ আনোয়ার হোসেন (অব:), সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি।
এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সার্জেন্ট মোঃ সিদ্দিকুর রহমান (অব:) দপ্তর সম্পাদক,সার্জেন্ট মোঃ কাজী কামাল উদ্দিন (অব:) ধর্ম বিষয়ক সম্পাদক, সার্জেন্ট মোঃ শাহীন জাকির (অব:), মাসুদ রানা, জনাব মোঃ অলিউর রহমান (আইটি বিশেষজ্ঞ), সার্জেন্ট রেজাউল করিম হিমু (অব:) সভাপতি, সদর উপজেলা, সার্জেন্ট আজাদুল হক (অব:) সদর উপজেলা বগুড়া জেলা, ওয়াঃ অফিসার আলী হাসান (অব:) , সার্জেন্ট জাহিদ (অব:) , সার্জেন্ট লতিফ (অব:), ল্যাঃ কর্পোঃ আরিফ (অব:) সহ জেলা ও বিভিন্ন উপজেলার সম্মানিত নেতৃবৃন্দ।
পরিশেষে প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সকল কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়।