সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
25 Nov 2024 10:41 am
অলিউর রহমান মেরাজ নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি:- দিনাজপুরের নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ‘আঃ ওয়াদুদ’ যোগদানের পর অনেকটা পাল্টে গেছে নবাবগঞ্জ থানা এলাকার চিত্র।কমেছে মাদক, জুয়া, চাঁদাবাজি, ছিনতাই, বাল্যবিবাহ, কিশোর অপরাধসহ নানা ধরনের অপরাধ।বেড়েছে সেবার মান। সেইসঙ্গে পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থাও বেড়েছে।
ওসি আঃ ওয়াদুদ বলেন, কখনো অন্যায়ের সঙ্গে আপোসও করবো না যেখানেই অপরাধ সংগঠিত হবে সেখানেই আইন প্রয়োগ করে আইনানুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে।আমি স্পষ্ট ভাষায় বলতে চাই অপরাধীরা অপরাধ ছাড়ুন, না হয় এলাকা ছাড়ুন।
সরেজমিনে দেখা যায়, একজন সেবা প্রার্থী ওসি কক্ষে প্রবেশ করতে অনুমতি চাইলে ওসি বলেন, আমি আপনাদের সেবক। ভেতরে আসতে অনুমতির প্রয়োজন নেই, ভেতরে আসুন।
থানা ফটক ও ওসি কক্ষের সামনে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের আচরণে থানায় আসা সাধারণ মানুষের মন জয় করে নিয়েছেন। আর এই সবটাই হচ্ছে বর্তমান ওসির সৎ ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করার সুফল।
সেবা নিতে আসা এক সেবা প্রার্থী বলেন, ওসি আঃ ওয়াদুদ থানায় যোগদানের পর সব শ্রেণির মানুষের সঙ্গে তিনি মতবিনিময় করছেন। সব শ্রেণি পেশার মানুষকে পুলিশের সেবার আওতায় এনে দৃষ্টান্ত স্থাপন করেছেন। সব অপরাধীদের জিরো টলারেন্স নীতির অনুসরণ করে বিভিন্ন অপারেশন পরিচালনা করে মাদক কারবারিসহ অনেক গুরুত্বপূর্ণ অপরাধীদের গ্রেপ্তার করেছেন।
তিনি তার সততা, ন্যায়নিষ্ঠা ও তার বিচক্ষণ বুদ্ধিমত্তা দিয়ে তার দায়িত্বরত এলাকা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও দখল বাজদের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছেন।