সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
25 Nov 2024 09:22 am
শরীয়তপুর প্রতিনিধি:-শরীয়তপুর জেলা যুবদল,স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের যৌথ আয়োজনে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ নভেম্বর ২০২৪) বিকালে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে যুবদল,স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এর সমন্বয়ে সারাদেশে জেলা ও মহানগর ভিত্তিক সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে উক্ত যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন, যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।বিশেষ অতিথি ছিলেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।
শরীয়তপুর জেলা যুবদলের সভাপতি আরিফুজ্জামান মোল্লার সভাপতিত্বে এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোজাম্মেল মাদবর ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাকির হাওলাদারের যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান আমান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাশেদ খান মেনন প্রমূখ।
এ সময় নেতৃবৃন্দরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সাম্য, ন্যায়বিচার ও সামাজিক মূল্যবোধের বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করার আহবান জানান৷
অবৈধ সম্পদ গড়া থেকে বিরত থাকা, সাধারণ খেটে খাওয়া মানুষের পাশে থেকে তারেক রহমানের প্রতিনিধি হিসেবে জনগণের ভালোবাসা অর্জন করে কাজ করতে হবে৷
গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামীলীগ সরকারের পতন ঘটেছে। এই আন্দোলনে বিএনপি’র অসংখ্য নেতা কর্মীকে জীবন দিতে হয়েছে। অনেক নেতা কর্মীকে শারীরিকভাবে অত্যাচার করা হয়েছে,অনেক নেতাকর্মীকে অন্যায় ভাবে কারা বরণ করতে হয়েছে। এখনো বিএনপির নেতা কর্মীদের উপর মিথ্যা মামলা রয়েছে যা এখনো প্রত্যাহার করা হয়নি।অবিলম্বে এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই। জননেতা তারেক রহমানের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশে ফিরিয়ে আনার জন্য ঐক্যবদ্ধভাবে রাজপথে সংগ্রাম অব্যাহত রাখতে হবে।
আগামীতে প্রিয়নেতা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোন ধরনের অন্যায় জুলুম,ভয় নয়,উদারতা দিয়ে ভালবাসা দিয়ে জনগণের মন জয় করতে হবে।
নেতৃবৃন্দরা আরো বলেন, বিএনপি সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত রাজপথ দখলে রাখতে হবে।আওয়ামীলীগের কোন দোসর যেন বিএনপির কোন অঙ্গসংগঠনে অনুপ্রবেশ করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
এছাড়া আওয়ামীলীগের নেতাকর্মীদেরকে অবিলম্বে যেকোন উপায়ে গ্রেফতার করার দাবি তুলেন।স্বাধীনতার ঘোষক ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ইতিহাস সঠিকভাবেপাঠ করে দলের প্রতি অনুগত থেকে দেশ ও সমাজের কল্যানে কাজ করার আহবান জানানো হয়।