বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
07 Jan 2025 09:25 pm
৭১ভিশন ডেস্ক:- বগুড়ায় হত্যা ও বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা আল আমিন হোসেন পাপ্পুকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে।আজ বুধবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জেলা ডিবি পুলিশ মহাস্থান থেকে তাকে গ্রেপ্তার করে।
বগুড়া জেলা ডিবি’র ইনচার্জ ইন্সপেক্টর মুস্তাফিজ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মহাস্থানে অভিযান চালিয়ে পাপ্পুকে গ্রেপ্তার করা হয়।তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন বগুড়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এবং শহরের নারুলী এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে।