বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
22 Nov 2024 01:48 am
গণতন্ত্রের মধ্যে সকল মতালম্বী মানুষের কথা বলার স্পেস আছে।কিন্তু ফিক্সড মতাদর্শে গণতন্ত্রের স্পেস নাও থাকতে পারে।যেমন-চীন, উত্তর কোরিয়া, ইরান,আফগানিস্তান প্রভৃতি দেশ।বর্তমানে ফ্যাসীবাদী শাসন দূরীকরনের স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকার মোট ১১ টি কমিশন গঠন করেছেন।যদিও আমরা দীর্ঘকাল যাবৎ বলে আসছি- রাষ্ট্রের ২৮ টি ক্ষেত্রে গণতন্ত্রায়ন করা হলে সর্বস্তরে গণতন্ত্র বাস্তবায়ন হয়ে যাবে এবং বাংলাদেশ বিশ্বের কাছে মডেল হবে।সেসঙ্গে একই ঢিলে বহু দুষ্ট পাখি উড়ে যাবে।
তাছাড়া রচনার শিরোনাম বলে দেয় কি লিখতে হবে। সেজন্য কমিশনগুলোর নাম হওয়া উচিত ১) পুলিশ প্রশাসন গণতান্ত্রিককরণ; ২) বিচার বিভাগ গণতান্ত্রিককরণ; ৩) দুর্নীতি বিভাগ গণতান্ত্রিক করণ; ৪) জনপ্রশাসন বিভাগ গণতান্ত্রিক করণ ;৫) সংবিধান গণতান্ত্রিক করণ; ৬) নির্বাচন ব্যবস্থা গণতান্ত্রিককরণ; ৭) গণমাধ্যম গণতান্ত্রিককরণ; ৮) স্বাস্থ্য ব্যবস্থা গণতান্ত্রিককরণ;৯) শ্রমব্যবস্থা গণতান্ত্রিককরণ; ১০) নারী বিষয়ক ব্যবস্থা গণতান্ত্রিককরণ ; ১১) স্থানীয় সরকার ব্যবস্থা গণতান্ত্রিককরণ।
আরও হতে পারে ১২) বিদ্যুৎ ব্যবস্থা গণতান্ত্রিক করণ; ১৩) শিক্ষা ব্যবস্থা গণতান্ত্রিককরণ; ১৪) ঔষধ নীতি গণতান্ত্রিককরণ; ১৫) সড়ক, রেল, নৌপথ ও বিমান ব্যবস্থা গণতান্ত্রিককরণ; ১৬) ভূমি ব্যবস্থা গণতান্ত্রিককরণ; ১৭) পানি ব্যবস্থাপনা গণতান্ত্রিককরণ; ১৮) পর্যটন ব্যবস্থা গণতান্ত্রিককরণ ; ১৯) ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনা ব্যবস্থা গণতান্ত্রিককরণ; ২০)পরিবার ব্যবস্থা গণতান্ত্রিককরণ ইত্যাদি।সরকার ইচ্ছে করলে বিভিন্ন দল/ বুদ্ধিজীবী/ বিশেষজ্ঞ/ নাগরিক কমিটি -এর কাছে প্রথমে এগুলোর প্রস্তাব চাইতে পারতেন। তাহলে এগুলো জাতীয় আকাঙ্খায় পরিণত হতো এবং পরবর্তী নির্বাচিত সরকার এগুলো বাস্তবায়ন করতে বাধ্য হতো।
আমরা সহজেই ভুলে যাই,যারা সংস্কার কমিশনে আছেন, তাদের অনেকেই এক-এগারোর সময় এবং পরে মইন ইউ- ফখরুদ্দিন সরকারের সময় শত শত সেমিনার করেছিলেন এবং একই রকম সংস্কার প্রস্তাব দিয়েছিলেন।কেউ কেউ সংস্কার কমিশনের সদস্যও হয়েছিলেন ;কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।
বিএনপি ইতোমধ্যে বলা শুরু করেছে- তারা দীর্ঘদিন যাবৎ আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন করে আসছে এবং তারা ইতোমধ্যে ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছে( তাদের এ দাবি করার নৈতিক অধিকার রয়েছে)।
লেখক: গণতন্ত্রায়ন ও গণতান্ত্রিক স্থানীয় সরকার বিষয়ে গবেষক,মোশাররফ হোসেন মুসা