মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
03 Dec 2024 11:10 pm
৭১ভিশন ডেস্ক:- অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন,আগামী নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিতের পক্ষে বিএনপি যে অবস্থান নিয়েছে তা উপেক্ষা করা হবে না।
সোমবার (১৮ নভেম্বর) রাতে ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য হিন্দু’ প্রধান উপদেষ্টার একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে। এতে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা জানান ড. মুহাম্মদ ইউনূস।
হিন্দুর ওই সাংবাদিক ড. ইউনূসের কাছে প্রশ্ন করেন, আওয়ামী লীগ কি আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পাবে?
জবাবে প্রধান উপদেষ্টা বলেন, ‘এটা ইতিমধ্যেই ঘোষিত হয়েছে।আমরা রাজনৈতিক দলের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে চাইনি।বিএনপি এটা করেছে,তারা বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। সুতরাং তারা ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে। আমরা দেশের একটি প্রধান রাজনৈতিক দলের মতামতকে উপেক্ষা করব না।’
এরপর ওই সাংবাদিক জানতে চান, তাহলে আওয়ামী লীগের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আপনার কোনো আপত্তি নেই?
জবাবে ড. ইউনূস বলেন,‘কোনো একটি নির্দিষ্ট দল বা পক্ষকে নেওয়ার জন্য আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নই।আমি রাজনীতিকদের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে সহায়তা করছি।’