বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
21 Nov 2024 05:40 pm
প্রেস রিলিজ;- ঢাকা, নভেম্বর ১৩, ২০২৪: সিঙ্গাপুরে নিরবিচ্ছিন্ন রেমিট্যান্স সেবা দেওয়ায় ”এক্সেমপ্ল্যারি ডেডিকেশন সার্ভিস অ্যাওয়ার্ড”পেয়েছে বেসরকারি প্রাইম ব্যাংকের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান প্রাইম এক্সচেঞ্জ কো.প্রাইভেট লিমিটেড।নিরবিচ্ছিন্ন রেমিট্যান্স সেবা নিশ্চিত করায় রেমিট্যান্স অ্যাসোসিয়েশন সিঙ্গাপুর প্রাইম এক্সচেঞ্জকে এই অ্যাওয়ার্ড দিয়েছে।
সম্প্রতি সিঙ্গাপুরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রাইম এক্সচেঞ্জ কো. প্রাইভেট লিমিটেডের নির্বাহী পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল্লাহর হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন সিনিয়র পার্লামেন্টারি সেক্রেটিরি ফর এডুকেশন অ্যান্ড ফাইন্যান্স শোন হুয়াং।
ক্রস বর্ডার পেমেন্টের ক্ষেত্রে নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবন,ব্যক্তিক্রমী উপায়ে কাস্টমার সার্ভিস নিশ্চিত এবং কমিউনিটি সাপোর্টে প্রতিশ্রুতিশীল থাকা সহ রেমিট্যান্স খাতে উল্লেখযোগ্য অবদান রাখায় প্রাইম এক্সচেঞ্জ কো.প্রাইভেট লিমিটেডকে এই পুরস্কার দেওয়া হয়েছে।নিয়ন্ত্রক সংস্থার প্রধান প্রধান নীতিমালা বাস্তবায়ন এবং সিঙ্গাপুরে কর্মরত প্রবাসী ও প্রবাসী কমিউনিটির মধ্যে আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানোর মাধ্যমে কোম্পানিটি দক্ষতা,নিরাপত্তা এবং গ্রাহক সন্তুষ্টি উল্লেখযোগ্যহারে বাড়িয়েছে।