মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
24 Nov 2024 05:18 pm
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি;- বগুড়ার আদমদীঘিতে যৌতুকের দাবীতে স্ত্রী বাবলী খাতুনকে নির্যাতন সংক্রান্ত নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলায় স্বামী মাহবুর মন্ডল (৪২)কে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১১ নভেম্বর) সকালে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত মাহবুর মন্ডল আদমদীঘি উপজেলার নশরতপুর ইউনিয়নের শিতলাই গ্রামের মোকলেছার মন্ডলের ছেলে।
মামলার তদন্তকারি কর্মকর্তা উপ-পরিদর্শক নাজমুল হক মৃধা জানান, বিগত ১৮ বছর আগে উপজেলার নশরতপুর ইউনিয়নের শিতলাই গ্রামের মাহবুর মন্ডলের সাথে পাশ্ববর্তী দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর গ্রাামের আব্দুল মজিদের মেয়ে বাদিনী বাবলী খাতুনের বিয়ে হয়।
বিয়ের পর তারা স্বামী-স্ত্রী মিলে সংসার করছিল। সংসার করাকালে তাদের দুই সন্তান রয়েছে।
চলতি বছরের ২৪ অক্টোবর দুপুরে স্ত্রীকে তার বাবার বাড়ি থেকে ২লাখ টাকা যৌতুক নিয়ে আসার জন্য স্বামী মাহবুর মন্ডল তার স্ত্রী বাবলী খাতুনকে চাপ প্রয়োগ করে।
যৌতুকের টাকা বাবার বাড়ি থেকে নিয়ে আসতে অস্বীকার করলে তাকে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করে।নির্যাতনে বাদিনী অসুস্থ্য হলে তাকে স্থানীয়রা আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করান।
এ ঘটনায় স্ত্রী বাবলী খাতুন বাদি হয়ে তার স্বামী মাহবুর মন্ডলকে আসামী করে গত ৫ নভেম্বর আদমদীঘি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বলেন, গতকাল সোমবার দুপুরে গ্রেপ্তারকৃত মাহবুর মন্ডলকে আদালতে প্রেরণ করা হয়েছে।
আবু মুত্তালিব মতি,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি