রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
22 Nov 2024 04:03 pm
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ-কোটি টাকার ব্যবসা শুরু করেছেন।এছাড়াও সাড়ে তিন লাখ টাকার মোটারসাইকেলে ঘোড়েন মিজানুর রহমান সবুজ।স্ত্রী-সন্তান নিয়ে মার্কেট করেন বিদেশে।মাত্র চার বছরের চাকরি জীবনে কিভাবে এতো বিপুল পরিমাণ অর্থ-সম্পদ অর্জন করলেন তা নিয়ে হতভম্ব স্থানীয় মানুষ। এছাড়া চার চাকার গাড়ি এবং তার স্বজনদের নামেও বিপুল পরিমাণ সম্পদ করেছে মর্মে গুঞ্জন রয়েছে।
মিজানুর রহমান সবুজ সরকারি চাকরিসহ বিভিন্ন নিয়োগ পরিক্ষায় ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহারে পরিক্ষার্থীদের লিখিত পরীক্ষায় উত্তীন্যের মাধ্যমে এই অবৈধ অর্থ সম্পদ করেছেন মর্মে সবুজের স্বজন, প্রতিবেশী ও স্থানীয়রাসহ এলাকাবাসীরা সকলেই জানেন। যা সম্প্রতি একাধিক জাতীয় ও স্থানীয় গণমাধ্যমেও ফলাও করে প্রকাশিত ও প্রচারিত হয়েছে বলেও উল্লেখ করা হয়।
অভিযোগে সর্বশেষ গত ৩০ অক্টোবর মিজানুর রহমান সবুজের থানা পাড়ার (পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর মৌজার, জেএল নং ৯৯) ৫ তলা ভবনের অনুমোদন বিহীন নক্সার বর্ধিতাংশ অপসারণে চিঠি দেওয়ার বিষয়টি উল্লেখ করে এই ডিভাইস সিন্ডিকেটের মূল হোতা মিজানুর রহমান সবুজ ও তার অবৈধ সম্পদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা সহ সরকারি চাকরিতে মেধাবীদের প্রবেশের সুযোগ সৃষ্টিতে সহায়তা করতে আহবান করা হয়েছে। একই সাথে প্রকাশ্যে গোপনে তদন্ত করাসহ মিজানুর রহমান সবুজ এবং তার দুই স্ত্রীর ব্যাংক হিসাব তলব করলে উপরোক্ত সম্পদের বাহিরেও আরও বিপুল পরিমাণ অর্থ-সম্পদ ও লেনদেনের তথ্য মিলবে বলেও উল্লেখ করা হয়।