রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
22 Jan 2025 09:58 pm
৭১ভিশন ডেস্ক:- বৃক্ষ সিটি রোলার স্কেটিং চ্যাম্পিয়নশীপ-২০২৪ উপলক্ষ্যে রাজশাহী স্কেটিং ক্লাব আয়োজিত ৮ নভেম্বর ২০২৪ইং, শুক্রবার সারাদিন ব্যাপী অনুষ্ঠিত রোলবল ও স্পীড রোলার স্কেটিং প্রতিযোগীতায় দূর্দান্ত ক্রীড়া নৈপূর্ণ দেখিয়েছে বগুড়ার ক্ষুদে স্কেটাররা।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা ক্রীড়ামোদী প্রায় ৪০০ স্কেটারের সাথে হাড্ডা-হাড্ডি লগাইয়ের মধ্য দিয়ে বগুড়ার স্কেটাররা ৩টি স্বর্ণপদক ৪টি রৌপ্যপদক ও ১টি ব্রোঞ্জপদকসহ মোট ৮টি পদক অর্জন করতে সক্ষম হয়। সারাদিন ব্যাপী অনুষ্ঠিতব্য প্রোগ্রামের প্রথম পর্বে বর্তমান সময়ের সব থেকে জনপ্রিয় খেলা রোলবল অনুষ্ঠিত হয়। উক্ত রোলবল খেলায় সর্বমোট ৮টি টীম অংশগ্রহণ করে।
এরা হলো শহীদ বুদ্ধিজীবী স্কেটিং ক্লাব ঢাকা, সাগর স্কেটিং ক্লাব ঢাকা, রাজশাহী স্কেটিং ক্লাব, বগুড়া রোলার স্কেটিং ক্লাব, দিনাজপুর স্কেটিং কাব, নওগাঁ স্কেটিং কাব, নাটোর স্কেটিং কাব ও বরাইগ্রাম স্কেটিং ক্লাব। উক্ত রোলবল খেলায় গ্রুপভিত্তিক খেলার অংশ হিসাবে বগুড়া স্কেটিং ক্লাব প্রথম ধাপে ৩টি ইভেন্টের মধ্যে ২টিতে জয়লাভ করে পরবর্তীতে ফাইনাল অব্দি পৌছাতে না পারলেও গোল রক্ষক ইমন হোসেনের দূর্দান্ত ক্রীড়া নৈপূণ্য মুগ্ধ করে গ্যালারীতে থাকা উপস্থিত দর্শকদের।
এদিকে প্রত্যেকটি ইভেন্ট জয়লাভের মধ্য দিয়ে গ্রুপ পর্ব থেকে ফাইলালে উঠে আসে শহীদ বুদ্ধিজীবী স্কেটিং ক্লাব বনাম দিনাজপুর স্কেটিং ক্লাব। অবশেষে চ্যাম্পীয়নের শিরোপা অর্জন করে শহীদ বুদ্ধিজীবী স্কেটিং ক্লাব। এদিকে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দেশের বিভিন্ন প্রান্ত থেকে খেলতে আসা প্রায় ৪০০ স্কেটারের মধ্যে বয়স ভিত্তিক ১৮টি ইভের্ন্টে স্পীড রোলার স্কেটিং প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
বগুড়ার স্কেটাররা এর মধ্যে ৮টি ইভেন্টে ১) শিশু বিভাগ ছেলে- রাহুল ইসলাম শান্ত (স্বর্ণপদক), ২) শিশু বিভাগ মেয়ে- আলিয়্যান মুহসানা (রৌপ্যপদক), ৩) অনুর্ধ ৬ বালক বিভাগে মোঃ তনয় ইসলাম (রৌপ্যপদক) ও ৪) আদিত্য চৌধুরী এলিট (ব্রোঞ্জপদক), ৫) অনুর্ধ ১০ বালিকা বিভাগে আরাধ্যা মৃত্তিকা চৌধুরী (রৌপ্যপদক), ৬) অনুর্ধ ১৬ বালিকা বিভাগে প্রকৃতি সরকার (স্বর্ণপদক), ৭) অনুর্ধ ১৮ বালক বিভাগে মোঃ বিলাস (রৌপ্যপদক), এবং ৮) ১৮ উর্ধ বালক বিভাগে মোঃ রিংকু মিয়া (স্বর্ণপদক) অর্জন করতে সক্ষম হয়।
বৃক্ষ সিটি রোলার স্কেটিং চ্যাম্পিয়নশীপ-২০২৪ এর উদ্যোক্তা ও রাজশাহী স্কেটিং ক্লাবের প্রশিক্ষক মেহেদী হাসান জানান, ‘দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা স্কেটারদের মেধার মূল্যায়ন করে ফেডারেশনের কার্যক্রমকে গতিশীল করতে রাজশাহী স্কেটিং কাব সদা সর্বদায় কাজ করে চলেছে।
এছাড়া বর্তমানে স্পীড স্কেটিংয়ের পাশাপাশি রোলবল জানপ্রিয়তার শীর্ষে রয়েছে ফলে এবারের অনুষ্ঠানে সকল ইভেন্টের সমন্বয় থাকায় রাজশাহীকে স্কেটারদের মিলন মেলায় পরিনত করা সম্ভব হয়েছে।’ আগামীতে আরও বৃহৎ পরিসরে স্কেটিং প্রোগ্রামের পরিকল্পনার কথাও জানান তিনি। উক্ত স্কেটিং প্রতিযোগীতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন: সরকার অসীম কুমার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজশাহী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন: টুকটুক তালুকদার এডিসি রাজশাহী, গৌতম কুমার সরকার জেলা ক্রীড়া অফিসার রাজশাহী ও পিঁপড়া ইভেন্ট ম্যানেজমেন্ট রাজশাহীর চেয়ারম্যান ফরহাদ হোসেন আদনান সহ অন্যান্য ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুপরেখা কিশোর মেলা রাজশাহী’র সভাপতি ইব্রাহীম হায়দার।