শনিবার, ০৯ নভেম্বর, ২০২৪
22 Nov 2024 10:46 am
৭১ভিশন ডেস্ক:- জাতীয় পার্টিকে নিয়ে খেলতে এলে পিঠের চামড়া থাকবে না। জাতীয় পার্টিকে নিয়ে পেছনে কিছু না বলে, সাহস থাকলে সামনে এসে বলুন।আপনাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে মন্তব্য করেছেন দলের কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
তিনি বলেন, জাতীয় পার্টি পিপীলিকা নয়, বাজপাখি। যেকোনো প্রকার রাজনৈতিক সংকট মোকাবিলায় জাতীয় পার্টি প্রস্তুত ছিল, আছে এবং আগামীতেও থাকবে।
শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে নগরীর সেন্ট্রাল রোডের কার্যালয়ের সামনে জেলা ও মহানগর জাতীয় পার্টি আয়োজিত যৌথ কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মোস্তাফিজার রহমান বলেন, ‘রাতের আঁধারে গোপনে জাতীয় পার্টির প্রধান কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়েছিল। দুষ্কৃতকারীদের বলে দিতে চাই, সাহস থাকলে রংপুর কার্যালয়ে আগুন দিতে আসুন। সমন্বয়ক সার্জিস আলম বলেছিলেন, পিপীলিকার পাখা গজায় মরিবার তরে। সার্জিস সাহেব আপনাকে বলে দিতে চাই, জাতীয় পার্টি পিপীলিকা নয়, জাতীয় পার্টি বাজপাখি।’
জাতীয় পার্টি ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি দিয়ে মোস্তাফিজার রহমান বলেন, ‘জাতীয় পার্টির ইতিহাস ৪২ বছরের ইতিহাস। জাতীয় পার্টির ইতিহাস ৯ বছর দেশ শাসনের ইতিহাস। আবারও গর্জে উঠবে রংপুর, আবারও গর্জে উঠবে জাতীয় পার্টি।’
অন্তর্বর্তী সরকারের প্রধানকে উদ্দেশ করে তিনি বলেন, ‘প্রতিটি যুদ্ধের ইতিহাসে রংপুরের ভূমিকা ছিল অগ্রগণ্য। সবশেষ জুলাই গণঅভ্যুত্থানে রংপুরের বীর আবু সাঈদ নিজের জীবন দিয়ে দেশকে নতুনভাবে স্বাধীনতা এনে দিয়েছেন। সেই রংপুরকেই যদি চিনতে না পারেন, তাহলে আপনারাও বেশিদিন টিকতে পারবেন না।’
মোস্তফা বলেন, ‘জাতীয় পার্টিকে নিয়ে যারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন, তারা সাবধান হয়ে যান। বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও রংপুরের মানুষ পিছু হটবে না। যে কোনো মূল্যে তারা রংপুরে জাতীয় পার্টিকে এগিয়ে নিয়ে যাবে। দেশের মানুষ জাতীয় পার্টির ওপর আস্থা আনায় ভিপি নুর, সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে ব্যবহার করে জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দলের নেতাকর্মীরা সব ষড়যন্ত্রকে রাজপথে প্রতিহত করবে।’
ভিপি নুরের গণঅধিকার পরিষদ একটি পরগাছা দল উল্লেখ করে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান বলেন, ‘যার নিজস্ব কোনো শক্তি নেই, তার দলকে জাতীয় পার্টির হিসাব করার সময় নেই। জাতীয় পার্টির ঢাকা ও খুলনা কার্যালয়ে হামলা করেছেন, যদি বুকে সাহস থাকে রংপুরে আসেন। এখান থেকে কেউই ফেরত যেতে পারবেন না। রংপুর জাতীয় পার্টির দুর্গ। এই দুর্গ কেউ ভাঙবে, সেই সাধ্য কারও নেই; মোকাবিলা হবে রাজপথে।’
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগরের সাধারণ সম্পাদক এমএম ইয়াসিরের সভাপতিত্বে কর্মী সমাবেশে বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির সদস্যসচিব হাজি আব্দুর রাজ্জাক, যুগ্ম-আহ্বায়ক আজমল হোসেন লেবু, মহানগর জাতীয় পার্টির সহসভাপতি লোকমান হোসেন, জাহেদুল ইসলাম, জেলা যুব সংহতির সভাপতি হাসানুজ্জামান নাজিম প্রমুখ।
পিএনএস