শনিবার, ০৯ নভেম্বর, ২০২৪
24 Nov 2024 10:33 pm
মোকছেদুল মমিন মোয়াজ্জেম,হিলি(দিনাজপুর)প্রতিবেদক:-দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি বৃদ্ধি পাওয়ায় পাইকারি বাজারে কমতে শুরু করেছে ভারতীয় আলুর দাম।বৃহস্পতিবার একদিনে এই স্থলবন্দর দিয়ে ৭১ ট্রাক আলু আমদানি হয়েছে। যার কারণে পাইকারি মোকামগুলোতে কেজি প্রতি ভারতীয় আলু ৩ থেকে ৪ টাকা কমে গেছে।
শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে হিলি বাজার ঘুরে জানা যায়, ভারত থেকে আলুর আমদানি বৃদ্ধি পাওয়ায় গত তিনদিনের ব্যবধানে আলুর দাম কমেছে কেজিতে ৩ থেকে ৪ টাকা। বর্তমানে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৫৩ থেকে ৫৪ টাকা কেজি দরে, যা আগে বিক্রি হয়েছিলো ৫৬ থেকে ৫৮ টাকা কেজি হিসেবে। তবে দেশি আলু বিক্রি হচ্ছে ৫৫ টাকা কেজি দরে।
হিলি বাজারে সবজি কিনতে আসা লুৎফর রহমান বলেন, ভারত থেকে আলু আমদানি হলেও দেশের বাজারে দাম তেমন কমছে না। বাজারে দেশি আলু থাকার কারণে কিছুটা দাম কমেছে। তবে দেশি আলু থেকে ভারতীয় আলুর দাম বেশি। এমন নজিরবিহীন ঘটনা কখনো হয়নি। এবার তা হয়েছে। যে যার মতো পারছে পণ্য বিক্রি করছে। নেই কোন প্রশাসনের তদারকি। বিপাকে আমরা সাধারণ ক্রেতারা।
হিলি বাজারে আলু পাইকারি ব্যবসায়ী মনিরুল ইসলাম মনি বলেন, হিলি স্থলবন্দর দিয়ে আলু বেশি আমদানি হওয়ার কারণে পাইকারি মোকামে কমেছে দাম। কেজি প্রতি ৩ থেকে ৪ টাকা কমেছে।আমরা যেমন দামে কিনছি তা থেকে ১ টাকা কেজি প্রতি লাভ রেখে বিক্রি করছি।
হিলি কাস্টমসের তথ্য মতে, গতকাল বৃহস্পতিবার ভারতীয় ৭১ ট্রাকে ১ হাজার ৮২০ মেট্রিকটন আলু আমদানি হয়েছে।