শনিবার, ০৯ নভেম্বর, ২০২৪
24 Nov 2024 10:48 pm
বগুড়া প্রতিনিধি:- নানা আয়োজনে বগুড়া ইয়ূথ ফোরামের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী ও বার্ষিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী শহরের আকাশতারা ওয়ার্ল্ড ভিশন পিএলসি অফিসের অন্বেষা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই কর্মশালায় শহরের বিভিন্ন এলাকার প্রায় অর্ধশতাধিক যুব নেতৃবৃন্দ অংশ নেন।
বগুড়া ইয়ূথ ফোরামের সভাপতি সাংবাদিক সঞ্জু রায়ের সভাপতিত্বে দিনব্যাপী এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।এছাড়াও যুব নেতৃবৃন্দদের মাঝে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২ বগুড়ার পাবলিক প্রসিকিউটর এ্যাড. মোজাম্মেল হক, বগুড়া শহর সমাজসেবা কর্মকর্তা নূরুল ইসলাম, সদর উপজেলার সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সরোয়ার আলম, ওয়ার্ল্ড ভিশন পিএলসির স্পনসরশীপ ও শিশু সুরক্ষা কো-অর্ডিনেটর রিচার্ড অজয় সরকার, বগুড়া ইয়ূথ ফোরামের উপদেষ্টা ব্যবসায়ী নেতা পরিমল প্রসাদ রাজ এবং পভারটি ডেভেলপমেন্ট প্রোজেক্ট এর নির্বাহী পরিচালক বজলুর রহমান বাপ্পী।
বগুড়া ইয়ূথ ফোরামের সাধারণ সম্পাদক ইফতেখার রহমানের সঞ্চালনায় কর্মশালায় বক্তারা ২০১৫ সাল থেকে বগুড়া শহর থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে শিশু অধিকার প্রতিষ্ঠা ও যুব নেতৃত্ব বিকাশসহ সামগ্রিক বিষয়ে সচেতনতার বলয় তৈরিতে বগুড়া ইয়ূথ ফোরামের নানামুখী কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।তারা বলেন ওয়ার্ল্ড ভিশনের হাত ধরে যাত্রা শুরু করা সংগঠনটি এখন নিজেরাই সম্পূর্ণ স্বেচ্ছাশ্রম দিয়ে যাচ্ছেন। আমূল ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হয়েছে নতুন নেতৃত্ব তৈরির ক্ষেত্রেও।এই ধারাবাহিকতা বজায় রাখতে এবং বিভিন্ন অঙ্গনে যুব নেতৃত্ব বিকাশে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন অতিথিবৃন্দরা।
অনুষ্ঠানে বিগত ৮ বছরে সংগঠনের উদ্যোগে বাস্তবায়ন করা সকল কর্মকান্ডের মাঝে উল্লেখযোগ্য কিছু কর্মকাণ্ডের ভিডিও চিত্র উপস্থাপন করেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সীমান্ত ও জহুরুল ইসলাম জীবন। যে উপস্থাপনে বিগত সময়ে বাস্তবায়িত এলাকাভিত্তিক বিভিন্ন ক্যাম্পেইন, বাল্যবিবাহ ও শিশুশ্রম রোধে আয়োজিত নানা সভা-সমাবেশ ও উঠান বৈঠকের স্থিরচিত্র, জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন দিবস উদযাপন, মেধার বিকাশে চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন, বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির স্থিরচিত্র, নেতৃত্বের বিকাশে প্রশিক্ষণ কর্মশালা, মাদক ও সন্ত্রাস দমনে সচেতনতামূলক বিভিন্ন টুর্নামেন্টের আয়োজনসহ নানা কর্মকাণ্ডের চিত্র ফুটে ওঠে।
আলোচনা সভা পরবর্তী প্রধান অতিথিসহ সকল অতিথিবৃন্দ মিলে সংগঠনের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কর্তন করেন।
অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন বগুড়া ইয়ূথ ফোরামের সহ-সভাপতি পুষ্পা খাতুন, কোষাধ্যক্ষ আল আমিন রনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পদে দায়িত্বরত নেতৃবৃন্দ যথাক্রমে তোহা মন্ডল, রহিমা খাতুন, হাসান আহমেদ, তন্ময় সিয়াম, মাসুম রহমান, আতিকুর রহমান, আশিক সরকার, সোহেল রানা,শামীম আহমেদ প্রমুখ।
পরিশেষে সংগঠনের ২০২৫ সালের বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মশালার সমাপ্তি হয়।