শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪
25 Nov 2024 06:17 pm
শাহ্ আলী বাচ্চু স্টাফ রিপোর্টার:-“থিঙ্ক পজেটিভ -ইতিবাচক চিন্তা করুন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের বৃহত্তম বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে সিলেট সদরের লাক্কাতুরা চা বাগান ইউনিট।
বৃহস্পতিবার (০৭ নভেম্বর ২০২৪) বিকেল চারটায় সিলেট সদরের লাক্কাতুরা চা বাগানে শ্রমিক পরিবারের শিশু শিক্ষার্থীদের নিয়ে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- লাক্কাতুরা চা বাগান ইউনিটের সভাপতি বিক্রম রায়ের পরিচালনায় এবং কেন্দ্রীয় ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল এর সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ক্লাবের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বেতারের পরিচালক (অব.) ড.মির শাহ আলম।
অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- লাক্কাতুরা চা বাগান ইউনিটের শিল্পী রায়, সমিত গঞ্জু, অষ্টমী লোহার, সজিব রায়, মনি রায়, বকুল বাক্তি, অর্নব দাস, বাবু দাস, মোনা বিশ্বাস, মেহেদী হাসান, মিনতি দাস, সিলেট সদর শাহপরান ইউনিটের সাধারণ সম্পাদক মো. ময়নুল হক এবং চা শ্রমিক পরিবারের ৬০জন শিশু শিক্ষার্থী।
আলোচনা ও কেক কেটে ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শেষে ১ম থেকে ৫ম শ্রেণীতে অধ্যয়নরত শিশু শিক্ষার্থীদের আনন্দ দিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।প্রতিযোগিতায় বাংলাদেশের জাতীয় পতাকা অঙ্কন করে প্রথম পুরস্কার বিজয়ী হয়েছে শাম্মী চাষা (৩য় শ্রেণী),দ্বিতীয় ইমা দাস (৫ম শ্রেণী) এবং তৃতীয় হয়েছে ফাল্গুনি লোহার (২য় শ্রেণী)।বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথি ড.মির শাহ আলম।
আয়োজনটি সফল করায় লাক্কাতুরা ইউনিটের নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় ক্লাবের ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা, মহাসচিব নুর মোহাম্মদ এবং শিশু বিষয়ক প্রতিনিধি লাবীব ইকবাল।
১৯৯৭ সালের ১লা অক্টোবর চট্টগ্রামে প্রতিষ্ঠিত তৎকালীন “ওয়ার্ল্ড রেডিও ডিএক্স লিসনার্স ক্লাব অব বাংলাদেশ” যা বর্তমানে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ নামে পরিচিত।এই বেতার শ্রোতাক্লাবের সদস্যবৃন্দ বিভিন্ন দেশের বেতার অনুষ্ঠান শুনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুষ্ঠানের মান উন্নয়নে সহযোগিতাসহ বেতারের প্রচার-প্রসার ও শ্রোতা বৃদ্ধি, সংশ্লিষ্ট দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়ন এবং নানা রকম সামাজিক কর্মকান্ড পরিচালনা করে যাচ্ছে।
গত ২৭ বছরে বিভিন্ন বেতারের সাথে কাজের স্বীকৃতি হিসেবে ক্লাবটি বিভিন্ন রাষ্ট্রীয় ও বেসরকারী আন্তর্জাতিক বেতার ও সংস্থা থেকে একাধিক আন্তর্জাতিক পদক লাভ করেছে।ক্লাবের প্রতিনিধিবৃন্দ রাষ্ট্রীয় মর্যাদায় ইন্দোনেশিয়া ও চীন এবং বেসরকারী ভাবে ফিলিপাইন ও ভারত ভ্রমণের একাধিক সুযোগ পেয়েছেন যা বেতার ইতিহাসে বিরল।