শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪
25 Nov 2024 12:55 am
সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি:- কুড়িগ্রাম সদরের আবিরভিটা সবুজ সংঘ সমিতির রোপনকৃত গাছ আত্মসাৎ এর জন্য একটি চক্র ভুয়া সদস্য সেজে বিভিন্ন দপ্তরে অভিযোগ করার গুমর ফাঁস হওয়ায় এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।
এলাকায় খোঁজ নিয়ে এবং বিভিন্ন জনের সঙ্গে কথা বলে জানা গেছে, কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের আবিরভিটা সবুজ সংঘ সমিতির সদস্যরা ইউনিয়ন পরিষদ কর্তৃক চুক্তিবদ্ধ গ্রহণ করে রাস্তায় গাছ রোপন করে।
পরবর্তীতে গাছগুলি বিক্রির যোগ্য হওয়ায় জমির মালিকের চাপের মুখে সমিতির গাছগুলি বিক্রির সিদ্ধান্ত নেয় সমিতির কর্তৃপক্ষ।এরই সুবাদে উক্ত সমিতির সদস্যরা রেজুলেশন করে এবং বন বিভাগ কর্তৃক মূল্য নির্ধারণ নিয়ে নিয়ম অনুযায়ী গাছগুলি বিক্রির জন্য কাগজপত্র ইউনিয়ন পরিষদ সহ উপজেলা নির্বাহী বরাবর দাখিল করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধি অনুযায়ী ২৫ সেপ্টেম্বর ২০২৪ ইং স্বারক মূলে জেলা নিলাম কমিটির অনুমোদনের জন্য এক পত্র প্রেরণ করেন এবং অনুলিপি প্রেরণ করেন উপ-পরিচালক, স্থানীয় সরকার, কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়, ভোগডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান ও আবিরেরভিটা সবুজ সংঘ সমিতি বরাবর।
এ অবস্থায় বাদ সেজে একজন সুচতুর ব্যক্তি ফায়দা লুটাতে পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলার বাসিন্দা জাহাঙ্গীর, গোলাম মোস্তফা, সাইফুল, ফখরুল ,ইব্রাহিম কে গাছের দাবিদার সাজিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দাখিল করেন। এ ব্যাপারে সমিতির সভাপতি আজিজুল হক ও সাধারণ সম্পাদক জানান, যারা বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন তারা আমাদের সমিতির কেউ নন প্রকৃতপক্ষে তারা পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলার বাসিন্দা।
ভোগডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান জানান, ওই এলাকায় আমি নিজেই গাছ রোপনের উদ্বোধন করেছি। সমিতির সভাপতি আজিজুল হক গ্রুপ প্রকৃতপক্ষে গাছের দাবিদার।
চেয়ারম্যান আরোও বলেন, অনেকে ভুয়া সদস্য সেজে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন।ফলে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যার লিখিতভাবে আমাকে বিষয়টি সুস্ট তদন্তের জন্য দায়িত্ব দেন আমি খোঁজখবর নিয়ে অভিযোগকারীকে নোটিশের মাধ্যমে তাদেরকে আসার জন্য জানাই।
এর মধ্যে দুইজন পরিষদে এসে আমার কাছে সময়ের জন্য আবেদন করলে আমি তাদেরকে সময় দেই কিন্তু তারা পরবর্তী তারিখে কেউ উপস্থিত হননি।সব মিলিয়ে তিনি জানান অভিযোগকারীরা ভুয়া সদস্য।আবিরভিটা সবুজ সংঘ সমিতির পক্ষে নিলামের জন্য আজিজুল হক আবেদন করেছে প্রকৃতপক্ষে তারাই এই গাছের দাবিদার।